ছড়া-কবিতা:: মায়ের প্রতি আর্জি - নীলেশ নন্দী


মায়ের প্রতি আর্জি
নীলেশ নন্দী

বর্ষা শেষে শরৎ এল
আকাশে মেঘের ভেলা,
চতুর্দিকে আনন্দ রব
রঙিন ফুলের মেলা,
টইটুম্বুর দিঘির জলে
শাপলা-শালুক হাসে,
শিউলি ফুলের মিষ্টি সুবাস
হাওয়ার তালে ভাসে;
আগমনী সুর উঠল বেজে
মা আসছেন তাই,
মায়ের প্রতি একটা আর্জি
রাখতে আমি চাই,
পথের ধারের মানুষ যেন
থাকে হাসিমুখে,
ক্ষুধার জ্বালায় তাদেরকে আর
থাকতে না হয় দুখে।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment