
ছবির মতো বিকেলটা সেই
মৌসুমী চট্টোপাধ্যায় দাস
ছবির মতো একটা বিকেল
খয়েরি টিলার পাশে,
ঝর ঝরানো ঝোরার ঝিলিক
যাচ্ছে ছুঁয়ে ঘাসে।
ফল ঝরছে টুপুস টাপুস
মউল গাছের তলায়,
নেই তো কোনো তাড়াহুড়ো
ছাগল ছানার চলায়।
ঘাপটি মেরে লুকিয়ে আছে
জাপটে ধরার তালে
ভাইটা দেখি ঢিবির পিছে,
দুলছে দিদি ডালে,
নেই কি ওদের বাড়ির পড়া?
কার্টুন দেখার নেশা?
হাওয়ার সাথে, পাখির সাথে
ওদের মেলামেশা।
কুড়াচ্ছে ফল, উড়াচ্ছে ফুল,
পাড়াচ্ছে লাল নুড়ি,
ওরাই বুঝি চাঁদের আলো,
অথবা রোদ্দুরই।
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment