ছড়া-কবিতা:: কেলু ফেলুর কাণ্ড - স্বপ্ননীল রুদ্র


কেলু ফেলুর কাণ্ড
স্বপ্ননীল রুদ্র

 কেকের ভিতর লংকা পুরে খাচ্ছে কেলুচরণ
আচার মাখা কলা মুখে গিন্নি বলে, মরণ!
 
পুত্র এসে বায়না ধরে খাবে ঘোড়ার ডিম
কন্যা বলে কুলফি খাবে পড়বে যখন হিম
 
কেলুর পিতা চার কুড়ি দশ নকল দাঁতে হেসে
মাংস খেয়ে ঘুমিয়ে পড়ে, লাফিয়ে ওঠে শেষে
 
কেলুর প্রতিবেশী ফেলু আগুন খেয়ে বলে
লটো করে ফ্যালো ছুড়ে হাটের কুয়োর জলে
 
তারপরে সে কাণ্ড অবাক, কুয়োর জলে আগুন
ফায়ার ব্রিগেড এসে বলে, জলদি ডিজেল ঢালুন!
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment