ম্যাজিক পেনসিল:: ছোটোদের নিজস্ব বিভাগ: শারদ সংখ্যা ২০২৫


ম্যাজিক পেনসিল
ছোটোদের নিজস্ব বিভাগ

এবারের ম্যাজিক পেনসিল বিভাগ সেজে উঠেছে তিনটি গল্প এবং দুই শিল্পীর আঁকা ছবিতে। তিনটি চমৎকার গল্প লিখে পাঠিয়েছে ক্লাস ফোরের ছাত্র অলর্ক মণ্ডল, ক্লাস ফাইভের ছাত্র সৃঞ্জয় মৌলিক এবং ক্লাস নাইনের ছাত্রী অদ্রিজা মণ্ডল। সেইসঙ্গে দুজন খুদে শিল্পী পাঠিয়েছে দুটি সুন্দর ছবি। গল্প তিনটে পড়তে হলে আর ছবি দুটি দেখতে হলে ক্লিক করো নীচের লিংক চারটেয়, তাহলেই পড়া ও দেখা যাবে খুদে ওস্তাদদের কর্মকাণ্ড।
 

 



----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment