ছড়া-কবিতা:: রাজার সাধ - অমিত চট্টোপাধ্যায়


রাজার সাধ
অমিত চট্টোপাধ্যায়

রাজা বলেন, মন্ত্রী আনো
হাজার মিস্ত্রি ধরে,
রাজবাড়িটা এবার আমি
গড়ব নতুন করে
আশেপাশের জমি যত
করতে হবে খালি,
বাড়ির পাশে থাকবে বাগান
ডেকে পাঠাও মালি
প্রাসাদ থেকে শান বাঁধানো
রাস্তা হবে টানা,
নদীর ঘাটে থাকবে বাঁধা
নতুন জাহাজখানা
হাতিশালে থাকবে হাতি,
ঘোড়াশালে ঘোড়া,
রাজপ্রাসাদের চুড়ো হবে
খাঁটি সোনায় মোড়া
মন্ত্রী বলেন, বেহিসেবি
খরচ করার দোষে,
একটুও আর কানাকড়ি
নেই পড়ে রাজকোষে!
নানান মিথ্যে বলে ওদের
দিচ্ছি রোজই ফাঁকি
মন্ত্রী সান্ত্রী সেনাপতির
ছ-মাস মাইনে বাকি!
     ----------
  ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment