
গাছ বাঁচান
প্রদীপ কুমার ঘোষ
জ্বলছে মাটি, জ্বলছে বাতাস,
গাছের ছায়া কই?
গাছের কথা লিখে রেখেছে
প্রথম শ্রেণির বই।
গাছ লাগানোর মন্ত্র ভালো,
প্রচার করো জোরে।
তারই সাথে লক্ষ্য রেখো,
গাছ না যেন মরে।
গাছ লাগানোর চেয়েও বড়ো
গাছ বাঁচানো, ভাই।
কাটতে এলে গাছের গোড়া,
রুখে দেওয়া চাই।
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment