ছড়া-কবিতা:: গুচ্ছমেরিক - সঞ্জয় বন্দোপাধ্যায়

গুচ্ছমেরিক
সঞ্জয় বন্দোপাধ্যায়

নিখরচায়


দেববর্মার জোড়াসাঁকোর শ্বশুরবাড়ির
জোয়ানবুড়ো সবাই কেন লম্বা দাড়ির?
রঙবেরঙের ঝাড়ু কেনা
সাতপুরুষেই ওদের মানা
দাড়ির কাজ: নিখরচায় ঝাড়াঝাড়ির!

পেটুকের মেনুকার্ড


জনাইয়ের মনোহরা চুঁচড়োর তালশাঁস
আমিনিয়া কাঠিরোল পেলে হয় বিন্দাস
ভরপেটে ফিশফ্রাই
কাবাব মোগলাই
ছড়ার ছড়ির টানে রসময় কে সি দাশ

বিরিয়ানি (কাচ্চি, শাহি) প্রাণহরা সন্দেশ
ইলিশ পাতুরি পেলে পেটুকের জমে বেশ
জয়নগরের মোয়া
সঙ্গতে ক্ষীর-খোয়া
সর্ষে বোয়াল, শেষে গাছপাঁঠা বোনলে!

ভিনদেশি পিসি

উড়ে এসে জুড়ে বসা বর্মার পিসি
তিনবেলা বসে খায় মিশো স্যুপ, সুশি
বিশ সাল যে জাপানে
কাটিয়েছে সে কারণে
মুখে আর রোচে না যা সাদামাটা, দিশি!


হাতছাড়া

ডায়েটের চক্করে বর্মার পিসি
ব্রকোলিতে মজে বলে ফুলকপি দিশি
বিন-তেলে রান্না
ভাজা-ভুজি খান না
হাতছাড়া করেননি কাসুন্দি শিশি!

আহ্লাদে আট

বর্মার রাঙামামা হিসাবেতে চোস্তো
আহ্লাদে আট, পেলে বিউলি পোস্ত,
বলে: “যত কাজ তত ফাঁকি
মাঝে ফাঁকটা আসল নাকি!
আর বলে দেখা হলে: ফ্রি নাকি ব্যস্ত?
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment