গোলটেবিল:: ক রহস্যঃ অভিজ্ঞান রায় চৌধুরী:: আলোচনাঃ সহেলী চট্টোপাধ্যায়


বইঃ ক রহস্য
লেখকঃ অভিজ্ঞান রায়চৌধুরী
আলোচনাঃ সহেলী চট্টোপাধ্যায়

বইটিতে দুটি রহস্য উপন্যাস আছে। রহস্য যখন মাইক্রোস্কোপিক এবং ক রহস্য। অনিলিখা এবং মিস্টার পাই-কে দেখা গেছে দুটি উপন্যাসেই। অভিজ্ঞান রায় চৌধুরীর অনিলিখা মানেই দম বন্ধ করা সাসপেন্স। এক নিঃশ্বাসে পড়ে ফেলতে হবে। বাড়তি পাওনা হল বিদেশ ভ্রমণ। অনিলিখার সাথে পাঠক ও বেরিয়ে পড়ে বিদেশের বিভিন্ন শহরে। জড়িয়ে পড়ে রহস্যের জালে।

রহস্য যখন মাইক্রোস্কোপিক-এ দেখা যায় এক মারণ ভাইরাস যারা ছড়িয়ে পড়লে মারা যাবে লক্ষ লক্ষ মানুষ। সন্ত্রাসবাদীদের লক্ষ্য ভারত। ওদের হাতে চলে এসেছে টেক্সাসের ল্যাবে তৈরি সেই মারণ ভাইরাস। অনিলিখা কী ভাবে এই মারণ ভাইরাসের হাত থেকে ভারতকে রক্ষা করবে?

ক রহস্য আমার বেশি ভাল লেগেছে। এক ব্যাঙ্ক ডাকাতকে দিয়ে শুরু হয়েছে উপন্যাস। পুলিশকে বোকা বানিয়ে সে আশ্রয় নিল ওয়েলস এর ভুতুড়ে ক্যাসলে। হঠাৎ আবির্ভাব হল এক ভয়ঙ্কর আততায়ীর। এদিকে জঙ্গলের মধ্যে তন্ময় কুড়িয়ে পেল এক সবুজ বল। সে আবার কথা বলতে পারে। রহস্যভেদ করতে অনিলিখা এবং মিস্টার পাই ইংল্যান্ডে আসে। তারপর শুরু হয় আসল গল্প।

ক রহস্য কিশোরদের ভাললাগার মত একটি বই। লেখকের কাছে আমাদের প্রত্যাশা আরও বেড়ে গেল।

বইঃ ক রহস্য
লেখকঃ অভিজ্ঞান রায়চৌধুরী
প্রকাশনাঃ পত্রভারতী
দামঃ ১৫০ টাকা
________

No comments:

Post a Comment