ছড়া-কবিতা:: স্বপ্নভূমি - তপশ্রী চক্রবর্তী ভৌমিক


স্বপ্নভূমি
তপশ্রী চক্রবর্তী ভৌমিক

সবজে রঙা মনটা আমার হারিয়ে যেতে চায় ---
প্রান্ত শেষের দূর দিগন্তে কোন্ সে অজানায়
কোন্ সে দেশে বর্ষা-শেষে স্নিগ্ধ শরত্ হাসে
নতুন আলোর স্বপ্নে রাঙা নতুন জীবন আশে
কোন্ সে দেশ হিংসা-দ্বেষের নেইকো যেথা স্থান
নতুন তানের প্রাণ-বীণায় বাজে প্রেমের গান
কোন্ সে দেশের ঘাসের আগায় স্বপ্ন-শিশির দোলে -
সফলতার জয়ধ্বনি বাজে ঢাকের বোলে।
ভালবাসার ডোরে বাঁধা মানুষগুলির মন --
আগে-পাছে-ডাইনে-বামে সবাই আপনজন
বাস্তবের এই পৃথিবীতে আছে এমন দেশ?
শোক-তাপ-ঈর্ষা-ঘৃণার নেই যেখানে লেশ --
এ দুনিয়ার কোথাও এমন দেশ পাবে না তুমি -
এদেশ সকল শ্রেষ্ঠ, যে দেশ আমার "স্বপ্নভূমি"।।
________
ছবি - লেখক

No comments:

Post a Comment