ছড়া-কবিতা:: জবর খবর - সুজাতা চ্যাটার্জী

জবর খবর
সুজাতা চ্যাটার্জী

বলতে পারো কোনখানেতে গাছের পাতা নীল?
কোথায় গেলে দেখতে পাবে বাঘ ছাগলে মিল?
কোনখানেতে গোলাপ গাছে পদ্ম ফুটে আছে?
পাকা পাকা আম ধরেছে কোন পেয়ারা গাছে?

গুপী বাঘার সেই যে জুতো, কোথায় আছে রাখা?
কোথায় গেলে দেখতে পাবে পক্ষিরাজের পাখা?
ফেলুদা আর টিনটিনেতে গল্প হলো কত,
কোথায় গেলে জানতে পাবে এসব খবর যত?

ভাবছো মনে এসব বলে দিচ্ছি তোমায় ফাঁকি?
কক্ষনো না, সত্যি আমি এদের খবর রাখি।
আমার কাছে আছে আরও অনেক খবর খাসা,
ট্যাঁসগরুটা আছে কোথায়? কোনখানে তার বাসা।

মোটা মোটা বই যেগুলো নিত্য তুমি পড়,
যেসব পড়ে দাদা-দিদি সবাই হল বড়,
এসব খবর পাবে নাতো সেসব বইএর পাতায়,
জবর খবর লুকিয়ে আছে আমার ড্রয়িং খাতায়।।
_________
ছবি - লেখক

3 comments:

  1. খুব সুন্দর

    ReplyDelete
  2. খুব ভালো লাগলো।সুন্দর হয়েছে।- পারমিতা বন্দ্যোপাধ্যায়

    ReplyDelete
  3. বেশ। ড্রয়িং খাতাটা তো এবার তাহলে দেখতেই হচ্ছে। এই কে আছিস ...

    ReplyDelete