ইউলিসেস (বিদেশ):
লাভল্যান্ডের শীতমজলিশে
প্রদীপ্ত ভক্ত
পৃথিবীতে দু’রকমের ভ্রমণ অনুরাগী লোক আছে, একদল সঙ্গীসাথী নিয়ে বিশেষ ভাবে না, সঙ্গে কেউ যাক না যাক খুব বেশি পাত্তা দেয় না। কোনো একটা দলের সাথে ঝুলে পড়ল, তারপর নিজের মতো ঘুরে বেড়াল। ভিড় হোক কি না হোক নিজের সাথে ঘোরাটাই একটা ট্রিক, ও যারা পারে তারা জানে। আর একদল মনোমতো সঙ্গী না হলে, ঠিক মত সব ব্যবস্থা না হলে বেরোবেই না কোথাও। আমার লেখা যারা আগের দুটো সংখ্যায় পড়েছ জানোই আমি প্রথম দলে পড়ি। তো শীতকালে খুব বেশি ঘোরার উপায় থাকে না, বরফ জমে চারদিক এমন হয়ে থাকে যে হাইকিং করা সম্ভব না (তবু করেছি গত বছর, কিন্তু পড়ে গিয়ে জমাট বরফে লেগে চোট লাগার চান্স থাকে খুব)। তা কাছেপিঠে কোথাও যাওয়ার প্ল্যান করতে করতে, লাভল্যান্ড বলে একটা জায়গার সন্ধান পেলাম। ওখানে আইস স্কালপচার হবে, এ ছাড়া স্ট্রিট শো হবে। ভাগ্যিস গেছিলাম! কি চমত্কার চমত্কার সব আইস স্কাল্পচার দেখেছিলাম ওখানে। বরফ গুলো গলে গেলে সেগুলো পরিস্কার করে আরো সূক্ষ্ম কাজ করা হয়েছিল।
১২ বছর বয়েসী একটা মেয়ে কী সুন্দর নিজের লেখা সুর দেওয়া গান গাইছিল ছোট্ট একটা মঞ্চে। ভারি প্রাণবন্ত গান, ওই বয়েসে এমন সপ্রতিভ ভাবে নিজের লেখা গান গেয়ে চলা দেখলেও ভালো লাগে। তারপর ঘোড়ার গাড়ি চড়ে একটা রাউন্ড মারা হল ওই চত্বরটাতে। কিছু দূরে কয়েকজন গান শুরু করেছে একটা স্টেজে। খানিকক্ষণ গান শোনা হল। কিন্তু ঠান্ডায় তো জমে যাওয়ার উপক্রম। রাস্তার পাশেই একটা কফিখানা ছিল। সেখানে কিছুক্ষণ কাটিয়ে তারপর কয়েকটা রোড শো দেখলাম। ওই ঠান্ডা উপেক্ষা করেও অতক্ষণ যে ছিলাম তার কারণ রোড শোগুলির অসামান্যতা। তোমাদের জন্য রইল সবকটা।
ভিডিও ম্যাজিকঃ লাভল্যান্ড রোড শো ১
ভিডিও ম্যাজিকঃ লাভল্যান্ড রোড শো ২
ভিডিও ম্যাজিকঃ লাভল্যান্ড রোড শো ৩
ভিডিও ম্যাজিকঃ লাভল্যান্ড রোড শো ৪
__________
ফোটো ও ভিডিও - লেখক
No comments:
Post a Comment