আমোদিনীর আপন দেশে
সংগীতা দাশগুপ্ত রায়
রাম সিং ভোর হলে
খিড়কির দোর খুলে
পুকুরের জল তুলে
সাফ করে ছাদ
কাকু বসে উঠোনেতে
কুমড়োর চারা পোঁতে
কালুভুলু হাই তুলে
খায় বাসি ভাত
বেলা গেলে মেজ পিসি
জড়ো করে ভাঙা শিশি
শুকোয় কাঁচের গুড়ো
গোটা ছাদ জুড়ে
তার ওপর ছোট মামা
নিপাট নতুন জামা
মেলেছিল ভুল করে...
জামা গেল উড়ে
মামুর বন্ধু রবি
নিজেকে সে বলে কবি
সারাদিন আঁকে ছবি
দেওয়ালের গায়
সেই ছবি দেখে দিদি
বলে ওহে গুণনিধি
তোমার ছবির ভয়ে
অতিথি পালায়
শুনে কবি দুখি মনে
বসে বসে এক কোনে
রাবড়ির হাঁড়িখানা
একা করে শেষ
আমোদ রকম দেখে
ঠাঁই নেয় সিন্দুকে
দেখে না যে লেখা আছে
নিষেধ প্রবেশ
সিন্দুকে প্যাঁচা বুড়ি
জমায় কাঁচের চুড়ি
রাত হলে সেজেগুজে
সারা পাড়া ঘোরে
ভেবো না এসব মিছে
আমোদের পিছে পিছে
চাও যদি দেখে এসো
টুংটাংপুরে ...
_________
ছবি – সপ্তর্ষি চ্যাটার্জী
দুর্দান্ত ছড়া, দুর্দান্ত ছবি।
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ :)
Deleteনিখুঁত এবং সুন্দর ছড়া, সঙ্গীতা। মোদির দেশে এমন আমোদিনীর বাড়বাড়ন্ত হোক। সাধু সাধু।
ReplyDelete:) থ্যাঙ্কু অমিতাভদা
Delete