সিনেমাঃ ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান
রিভিউঃ দেবসেনাপতি নন্দী
সিনেমাঃ ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান (ডন অফ জাস্টিস)
পরিচালনাঃ জ্যাক স্নেডার
অভিনয়ঃ বেন অ্যাফ্লেক
হেনরী ক্যাভিল
অ্যামি অ্যাডামস
যারা দেখেছ তারা জানোই, আর যারা দেখোনি তাদের বলছি এই ছবিটি ২০১৩ এর 'ম্যান অফ স্টিল' ছবিটিরই সিক্যুয়েল। ওই ছবি শেষ হয়েছিল সুপারম্যানের জেনারেল জোড'কে বিনাশ করার দৃশ্য দিয়ে। এই ছবিতে সুপারম্যান আসেন ব্যাটম্যানের বিখ্যাত বা কুখ্যাত শহর গোথামে; সবার মুখে ব্যাটম্যান বা ডার্ক নাইট সম্পর্কে শুনে ব্যাটম্যান সম্পর্কে তাঁর বিরূপ ধারণা তৈরী হয়। এরপর ঘটনাচক্রে মুখোমুখি হন সুপারম্যান ও ব্যাটম্যান, তোমাদের প্রিয় দুই সুপারহিরো। কাহিনীতে একে একে প্রবেশ করেন লেক্স লুথার, ওয়ান্ডার ওম্যান, ডুমস ডে......। বাকিটা জানতে হলে ছবিটি দেখতে হবে তোমাদের। তবে ক্রিস্টোফার নোলানের 'ডার্ক নাইট' ট্রিলজির ব্যাটম্যান ক্রিশ্চিয়ান বেলের তুলনায় হেনরী ক্যাভিল অনেক বেশী ব্যাটম্যান চরিত্রে মানানসই, বেন অ্যাফ্লেক সম্পর্কে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। তবে এতদিন 'ডি সি' কমিকসের যে কোনো ছবিতে ব্যাটম্যানের স্রষ্টা হিসেবে বব কেন এর পাশাপাশি বিল ফিঙ্গারের নাম দেখা যেতো না; কিছুটা হলেও তিনি ছিলেন অবহেলিত। এই ছবিতে দুজনের নাম একত্রে দেখে ভাল লাগল। ছবিতে সাইকোপ্যাথ জোকারকে দেখা যায়নি বটে, তবে লেক্স লুথার (জেসিস ইসেনবার্গ) কখনও কখনও জোকারের মতো আচরণ করেছেন সন্দেহ নেই।
আর কি? বাকিটা জানতে হলে গরমের ছুটিতে বাবা মা'য়ের সাথে দেখেই এসো ছবিটি।
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment