ছড়া-কবিতা:: আইসক্রীমের কারখানা - দ্বৈতা হাজরা গোস্বামী


আইসক্রীমের কারখানা
দ্বৈতা হাজরা গোস্বামী

দেখে এলাম সে কী আজব আইসক্রীমের কারখানা
ছাদ নেইতো মাথার ওপর মেশিন আছে চারখানা
হাত বাড়িয়ে মেশিন দিয়ে মেঘ ধরছে দস্তানায়
নরম সাদা ঢেউ তোলা মেঘ ধরা মোটেও সস্তা নয়

মেঘ রয়েছে নানান স্বাদের না চাখলে আর জানবে কী?
গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই পাল্টে যাবে স্বাদটা ঠিক
ঠান্ডা ঠান্ডা মেঘের ওপর রং মাখাচ্ছে হলুদ লাল
রামধনু দিয়ে রাঙিয়ে নিচ্ছে টাটকা মেঘের ফর্সা গাল

সত্যি বলছি বিশ্বাস করো আইসক্রীমের এমন গুণ
রাগ অভিমান জল হয়ে যায় দুঃখী মানুষ হেসেই খুন
পরীক্ষাতে কম নম্বর? টিচার তোমায় বকছে খুব?
এক্ষুনি যাও অর্ডার করো সানডে মেঘের ফানডে স্কুপ।
__________
ছবি - লেখক

5 comments:

  1. ভীষণ ভালো ! খুব ভালো !

    ReplyDelete
  2. আহা, আইসক্রিম কোম্পানীতে এতবছর চাকরি করেও এমন কারখানা নজরে এলো না এতদিনেও! পড়েই খিদে পেয়ে গেল।

    'ফানডে স্কুপ'-টা একটু কানে লাগছে, আধমাত্রা বেড়ে যাওয়ায়। স্বরান্ত শব্দের পর যুক্তাক্ষর থাকলে এই রকম হয়।

    ReplyDelete
  3. হি হি খুব গরম পড়েছে তো, তাই স্কুপ এ আধ মাত্রা আইসক্রীম বেশি
    আপনার সাজেশন টা মাথায় রাখব :)

    ReplyDelete
  4. আমার কানে যেন 'অর্ডার' শব্দটাতে একটু মাত্রা বেশি লাগছে। ছড়াটা হেব্বি... ঠান্ডা ঠান্ডা কুল কুল......

    ReplyDelete