ছড়া-কবিতা:: ভোরের পাখি - মামন সেখ

ভোরের পাখি
মামন সেখ

ভোরের পাখি ডাক দিয়ে যায়
শাল- মহুয়ার বনে,
মনটা আমার নাচছে হঠাৎ
একলাটি আনমনে।

ভোর শুরু হয় মিষ্টি ডাকে
মন মাতানো সুরে,
শামিয়ানায় মেঘ ভেসে যায়
দিগন্ত ওই পুরে।

কিচিরমিচির শব্দে আকাশ
ভীষণ মাতোয়ারা,
মিষ্টি গানে আমি তখন
হলাম পাগলপারা।

ঘুমের খোকন ঘুমিয়ে থাকে
ডাকে ভোরের পাখি,
তার সুরেতে খোকন সোনা
খুলছে দুটি আঁখি।
________
ছবি – দ্বৈতা হাজরা গোস্বামী

2 comments:

  1. অসাধারণ লেখা

    ReplyDelete
  2. ভালো। কয়েকটা কথা বলার আছে। এক, ভোরের পাখি যদি শাল-মহুয়ার বনে ডাক দিয়ে যায়, তবে আমার মন নাচে কেন? আমি কি শাল-মহুয়ার বনে থাকি? সে ব্যাপারটা খোলসা করে বলা নেই। দুই, শামিয়ানা বলতে নিশ্চয় আকাশের শামিয়ানা বোঝানো হয়েছে, কিন্তু তাও বলা থাকলেই ভাল, কেননা শামিয়ানা মানে তো আকাশ নয়, চাঁদোয়া। অন্য শামিয়ানায় মেঘ ভাসতে পারে না, যদি না সেটা মেঘের রাজ্যে, যেমন পাহাড়ের মাথায় টাঙানো হয়। তিন, কিচিরমিচির শব্দে আকাশ মাতোয়ারা আর মিষ্টি গানে আমি পাগলপারা মানে কি এরা আলাদা বস্তু? নাকি কিচিরমিচির শব্দটাই মিষ্টি গান? এ জাতীয় ছড়ায় এই ধন্দ না থাকাই ভাল। আর চার, ঘুমের খোকন ঘুমিয়ে থাকে মানে কী?

    মামনের আরো ছড়া পড়তে চাই।

    ReplyDelete