মগজাস্ত্র:: এপ্রিল ২০১৬


মগজাস্ত্র
সহেলী চট্টোপাধ্যায় ও অনন্যা দাশ

বিভাগ ক - প্রশ্নের খেলা

চটপট উত্তর দাও দেখি প্রশ্নগুলোর। উত্তর দেওয়াই আছে, তবে প্রথমে নিজেরা চেষ্টা করবে।

১। হাঁদা আর ভোঁদার আসল নাম কী?
২। বড়মামা, মেজোমামা আর কুসি এই চরিত্র তিনটি আমরা কোন লেখকের রচনায় পাই?
৩। অমল সোম, মেজর, বিষ্টু সাহেব এই চরিত্রগুলির সাথে আর কার নাম বসবে?
৪। চারমিনার কোথায় গেলে দেখতে পাবে?
৫। শিকাগো শহর কোন হ্রদের তীরে অবস্থিত?
৬। নানাঘাট শিলালেখে কার কীর্তি কাহিনী বর্ণিত আছে?
৭। বুসিফেলাস কোন সম্রাটের ঘোড়ার নাম?
৮। অলিন্দ যুদ্ধের নায়ক কারা ছিলেন?
৯। নাইট্রিক অ্যাসিডের রঙ কী?
১০। ভগবান বুদ্ধ পাটিগণিতে অত্যান্ত দক্ষ ছিলেন। কোন গ্রন্থ থেকে জানা যায়?
১১। দেবসেনা কে?
১২। জুলুরা কোথায় বাস করে?
১৩। কলকাতায় সব চেয়ে পুরানো সমাধি কার আছে?
১৪। চিংড়ির রক্ত কেমন?
১৫। জরাসন্ধ কার ছদ্মনাম?
১৬। লু সুন কোন দেশের বিখ্যাত সাহিত্যিক?
১৭। উত্তর আমেরিকার তৃণভূমির নাম কী?
১৮। এলাহবাদের প্রাচীন নাম কী?
১৯। জাপানের পার্লামেন্ট-কে কী বলে?
২০। তারা কে?

বিভাগ - শঙ্কু কুইজ

এবার থাকছে প্রফেসর শঙ্কু-কে নিয়ে কিছু প্রশ্ন। ম্যাজিক ল্যাম্পের পাঠকদের কাছে খুবই সহজ।

১। প্রফেসর শঙ্কুর পুরো নাম কী?
২। প্রোফেসর শঙ্কু ও ঈজিপ্সিয় আতঙ্ক গল্পে প্রাচীন মিশরে বেড়ালের দেবীর নাম কী ছিল?
৩। আশ্চর্য জন্ত গল্পে E.A. বা ইয়ে’র পুরো নাম কী ছিল?
৪। মিরাকিউরল ওষুধে সর্ব রকম রোগ সারে। কোন গাছের পাতা থেকে শঙ্কু এই বড়ি তৈরি করেছিলেন?
৫। শঙ্কু কত বছর বয়সে বিএসসি পাস করেছিলেন?
৬। শঙ্কুর দুটো শেষ না হওয়া গল্পের নামগুলো বল?
৭। কর্ভাস গল্পে কর্ভাস আসলে কে ছিল?
৮। প্রোফেসর শঙ্কুর প্রতিবেশী ভদ্রলোকের নাম কী?
৯। শঙ্কু ভূত দেখার  জন্য একটা বিশেষ  যন্ত্র আবিষ্কার করেছিলেন তার নাম কি তোমরা বলতে পারো?
১০। টাফা কী?

বিভাগ গ – ছবি দেখে গল্প চেনো

এবার মগজাস্ত্র’র আর একটি গুরুত্বপূর্ণ অংশ। ছবি দেখে গল্প চেনোদেখো তো কটা গল্প চিনতে পারলে?


মগজাস্ত্রের উত্তর

উত্তরঃ বিভাগ ক - প্রশ্নের খেলা
১। হাঁদারাম গড়গড়ি এবং ভোঁদা পাকরাশী
২। সঞ্জীব চট্টোপাধ্যায়
৩। সত্যান্বেষী অর্জুন ( লেখক সমরেশ মজুমদার)
৪। হায়দ্রাবাদ
৫। মিচিগান
৬। সাতবাহনরাজ প্রথম সাতকর্ণি
৭। সম্রাট আলেকজান্ডার
৮। বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত। বিনয়-বাদল-দীনেশ নামে যারা পরিচিত।
৯। গাঢ় হলুদ
১০। ললিতবিস্তার
১১।  প্রজাপতির কন্যা এবং কার্তিক এর ভার্যা
১২। দক্ষিণ আফ্রিকা
১৩। আর্মেনিয়ান গির্জায়। রেজা বিবির।
১৪। হাল্কা নীল।
১৫। চারুচন্দ্র চক্রবর্তী
১৬। চিন
১৭। প্রেইরি
১৮। প্রয়াগ
১৯। ডায়েট
২০। বানররাজ বালীর স্ত্রী।

উত্তরঃ বিভাগ - শঙ্কু কুইজ
১। ত্রিলোকেশ্বর শঙ্কু
২। নেফদেৎ দেবী।
৩। Extraordinary Animal
৪। স্বর্ণপর্ণী।
৫। ষোলো
৬। ইনটেলেকট্রন এবং ডেক্সেল আইল্যান্ডের ঘটনা।
৭। একটি দাঁড়কাক।
৮। অবিনাশ বাবু।
৯। স্পেকট্রাম।
১০। একটা গ্রহের নাম, ব্যোমযাত্রীর ডায়েরী গল্পে টাফার নাম পাবে।

উত্তরঃ বিভাগ গ – ছবি দেখে গল্প চেনো
১। নীল কাঁকড়া রহস্য – ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়
২। ছকটা সুদোকুর - সুচিত্রা ভট্টাচার্য
৩। অতল জলের বন্ধু স্মরণজিত চক্রবর্তী
৪। প্রোফেসর শঙ্কু ও গোরিলা – সত্যজিৎ রায়
৫। উল্কা রহস্য – সুনীল গঙ্গোপাধ্যায়
৬। হীরের আংটি - শীর্ষেন্দু  মুখোপাধ্যায়
_______

No comments:

Post a Comment