ছড়ায় ছুটি (ছবিসমেত ভ্রমণবিষয়ক ছড়াঃ বিদেশ):
ফুলের এ জলসায়
রাখী নাথ কর্মকার
ফুল ফুল রব ওঠে, এপ্রিল ফুল নয়!
বসন্ত সমাগমে, ধরা আজ ফুলময়।
বিউটিফুলের ঝাঁপি, ফুলে ফুলে ভরা থাক,
হাই, হ্যালো বলি এসো, আলাপটা জমে যাক!
এই দেখো ড্যাফোডিল, হলুদ রঙটি মেখে
দুলে দুলে মাথা নাড়ে, সবুজ মাঠটি ঢেকে!
গোলাপী চেরির দলে আজ শুধু লুকোচুরি
ফুলেতে আকাশ ঢাকা, ফুলেল অচিনপুরী।
ফুলেফেঁপে ফুলভারি হলো চেরি গাছটা
ডালপালা মেলে শুধু দেখো তার নাচটা!
ম্যাগ্নোলিয়াটি যেন – ফোটা পদ্মের সুখ!
আকাশে মেলবে ডানা - পাঁপড়িরা উন্মুখ।
উইপিং চেরি দেখো - বিনিসুতো মালা গেঁথে
কার আশায় বসে আছে, ফুলের আসন পেতে!
বাতাসে স্বপ্ন ভাসে - ডগউডের উচ্ছ্বাসে
সাদা ঝুরো মেঘেদের চুপিচুপি ফিসফাসে!
রঙে রঙে মেতে উঠে, টিউলিপ দেয় ডাক
‘আয় খেলি মনসুখে, বইখাতা দূরে থাক!’
ছবিঃ লেখক
didin lekha khub valo laglo :) daruuuunnnn (Y)
ReplyDeleteelomelo roddur
thank u dear
DeletePuro phulen porichoyte! Red Bud tai ba miss keno?
ReplyDeletethanks a lot, hmmm, porer bar add kore debo :)
Deleteলেখা ছবি দুই-ই মনকাড়া। চালিয়ে যাও রাখী।
ReplyDelete