কেমন আছ সবাই? খুব গরম পড়েছে তাই না? তাই বলে মন খারাপ করে বসে থেক না। কুলফি মালাই খেতে খেতে এক নিঃশ্বাসে পড়ে ফেল ম্যাজিক ল্যাম্প। আমার মন খারাপ থাকলে বা কিছু ভালো না লাগলে আমি মজার মজার গল্প আর ছড়া পড়ি। মাঝে মাঝে বেশ অন্যরকম একটা সুর করে জোরে জোরে ছড়া আওড়াই। তোমরাও ট্রাই করে দেখো। বেশ মজা লাগবে। ও... তোমাদের নববর্ষের শুভেচ্ছা তো জানানোই হয়নি। জানো তো পয়লা বৈশাখ এলেই আমার ছোটবেলার কথা বেশি করে মনে পড়ে।
পয়লা বৈশাখ মানে আমার কাছে হলুদ গোলাপী ফুলছাপ জামা। বাবা যেটা বানাতে দিত সুতির ছিট কিনে। আর আমি প্রতিদিন দর্জি কাকু-কে গিয়ে জিজ্ঞেস করতাম "ও কাকু জামা হল?"
সেই জামাটা বাড়িতে এলেও আমার আদেখলাপনা ঘুচত না। কাকুর দোকানে পুজো শুরু হয়েছে, দাঁত মেজেই ওই জামাটা পরার জন্যে ঝুলোঝুলি। তারপর তিড়িং বিড়িং ছাগলছানার মতো লাফাতে লাফাতে এসে প্রসাদের জন্যে আদেখলাপনা।
টক কমলাটা না, ওই মন্ডা-টা, কয়েকটা আঙ্গুর, আপেলের টুকরো, এগাল ওগাল করে মনে পড়ল এই রে.... বাবা , মা কাউকেই তো প্রণাম করা হয়নি।
সন্ধ্যে বেলা বাবার হাত ধরে এ দোকান, সে দোকান। মিষ্টির প্যাকেট, লাড্ডু, নিমকি, চপ সিঙ্গাড়াও থাকত এক দুটো। প্যাকেট খোলার আগে আদেখলাপনা গন্ধ শুঁকে... হুম, এটাতে কী থাকতে পারে? কিন্তু বাড়ি আসার আগে খোলা যাবে না। খুলবে মা। এইরকম অনেক টুকরো টুকরো ছবি চোখের সামনে ভেসে ওঠে।
তোমাদের জন্যে ম্যাজিক ল্যাম্প-এর তরফ থেকে নতুন বছরে অনেক ভালবাসার উপহার নিয়ে এসেছি আমরা। উপহারের মোড়ক খুলে নিজেরাই দেখে নাও। এবারে অনেক নতুন নতুন সারপ্রাইজ আছে তোমাদের জন্যে। রংবাহারি গল্প কবিতায় ম্যাজিক ল্যাম্প যেন নতুন জামায় সেজে উঠেছে। অনেকগুলি গল্প পাঠ ও আবৃত্তিও আছে, এছাড়া বহুরূপী, কমিক্স, ভ্রমণ, অপরাজিত, বায়োস্কোপ, হাওয়াকল আর অন্যান্য বিভাগ তো আছেই। খুব মজা করে পড়, দেখো, আর আমাদের অবশ্যই জানাও কেমন লাগলো।
এই নতুন বছরে তোমরা খুব ভালো থেক। নিজের সঙ্গে অন্যদেরও ভালো রেখো। তোমার নতুন জামা তো হয়ই প্রতিবছর। আর ওই ছেলে মেয়ে গুলো যারা রাস্তার ধারে, বস্তিতে এই প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে, পারলে তাদের একটু খেয়াল রেখো। দেখবে তোমার বুকের ভেতরটা এই গরমেও খুব ঠাণ্ডা হয়ে যাবে।
ভালবাসা নিও
ইতি,
জিনি
__________
No comments:
Post a Comment