ছড়া-কবিতা:: স্বপ্নপুরাণ - মধুমিতা ভট্টাচার্য


স্বপ্নপুরাণ
মধুমিতা ভট্টাচার্য

রোজ রাতে ঘুম যাই স্বপ্নের তালাশে,
কাঁচা পাকা, এলোমেলো, সাতনরী মালা সে।
নড়েচড়ে, ডিগবাজি দেয়, নাচে গান গায়,
ঘুম যেই ভাঙে দেখি ভোজবাজি হায় হায়!
স্বপ্নটা দেখে ভাবি ধরে ফেলি চটপট
ধরতে গেলেই ডানা ঝাপটায় ঝটপট।
ফুররর্ উড়ে দূর ভাগে আকাশের ঠিকানায়
স্বপ্নের খোঁজে তাই দৌড়ই বিছানায়।
লাল, নীল, সাদা, কালো, বেগুনী কি গোলাপী
কেউ বড় গুমসুম, কেউ খুব আলাপী!
মোটা, বেঁটে, তালঢ্যাঙা, হাড়গিলে চিমসে,
কেউ ভাল, কেউ রাগী, কারো মনে হিংসে।
আধখোলা স্বপ্নেতে ঘুম থাকে আধখান
আধোঘুমে জাগলেই ভেঙে সব খানখান।
পাতলা বা গোলগাল ক্ষিধে পেলে রাখা দায়,
খানদানী স্বপ্নরা দুইবেলা ঘুম খায়।
মগডালে চড়ে বসে ছুঁতে হাত বাড়ালে
গাছে গাছে দোল খায় আবডালে আড়ালে।
এই দেখি বামে বসে এই দেখি ডাইনে
নেই কাজ তবু পায় মাস গেলে মাইনে।
মিহি ছায়া স্বপ্নটা রোদ্দুরে গলে যায়
ভোরের স্বপ্ন নাকি বিলকুল ফলে যায়!
তাই আমি ঘুম যাব ভোর হলে ভাবছি
রাতভর জেগে তাই স্বপ্নকে ডাকছি।
________
ছবি – দ্বৈতা হাজরা গোস্বামী

8 comments:

  1. ছেঁড়া ছেঁড়া এলোমেলো অসংলগ্ন স্বপ্ন ... আধা ঘুম আধা জাগা আর স্বপ্ন মনে পড়ি পড়ি করেও মনে না পড়া নিয়ে কী সুন্দর একটা ছড়া ! Bhaswati Ray

    ReplyDelete
  2. লেখাটি খুব একটা ভালো লাগলো না, ছন্দে অনেক ভুল

    ReplyDelete
    Replies
    1. ভুলের হদিস যদি দিতেন ভাল হোত। আমার হিসেবে অবশ্য ভুল কোথাও নেই।

      Delete
    2. ম্যাজিক ল্যাম্প এ অনেক ছড়া পাই। কিন্তু দেখে শুনে সব থেকে ভালো লাগা ছড়া গুলি রাখা হয়। তাই পাঠক বন্ধুদের অনুরোধ কোনো কিছু ভালো না লাগলে বা ভুল চোখে পড়লে ধরিয়ে দিতে।

      Delete
  3. ছন্দে কোনো ভুল নেই। তবে ছড়াটা আরো ভাল হতো যদি স্বপ্নের অসংলগ্ন বৈশিষ্ট্যগুলোর মধ্যেও কিছু কিছু সামঞ্জস্য থাকতো। মানে এই যে হঠাৎ করে একটা স্বপ্ন বাঁদিকে, অন্যটা ডাইনে আর তার পরেই তারা অলস তবু মাইনে পায় (ডাইনের সঙ্গে মিল দেবার জন্যেই যে মাইনে আসছে, এ ব্যাপারটা প্রকট হয়ে যাচ্ছে, কেননা ওখানে মাইনের মত বস্তু আসতে পারতো না। পারতো, যদি এ রকম অজস্র খাপছাড়া উদাহরণ থাকতো, তাও তো নয়)। সাতনরী মালা বলতে আমরা যা বুঝি, তার সঙ্গে কাঁচাপাকা, এলোমেলো বিশেষণগুলো খাপ খায় না। যদি সেটাই প্রতিষ্ঠা করতে হয়, তবে সে রকম আরো উদাহরণ চাই, কিন্তু পরের লাইনে নড়েচড়ে, ডিগবাজি দেয়, নাচে, গান গায় - এরা সবগুলোই একই ধরণের অর্থাৎ সম্ভাব্য।

    সুন্দর প্রচেষ্টা। আরো চাই।

    ReplyDelete
  4. অনেক ধন্যবাদ ছড়া নিয়ে আলোচনার জন্যে। তবে স্বপ্ন বলেই অসংলগ্ন ও অসামঞ্জস্য। স্বপ্ন তো কেউ হিসেব কষে দেখেনা। আবার স্বপ্নে ডিগবাজি বা নাচগানেরও লাগাম থাকেনা। অন্ততঃ আমার স্বপ্নে তো থাকেই না। কোথায় যে শুরু হয় আর কোথায় শেষ হয় কোনও ঠিকানা নেই।
    শুভেচ্ছা।

    ReplyDelete
  5. অনেক ধন্যবাদ ছড়া নিয়ে আলোচনার জন্যে। তবে স্বপ্ন বলেই অসংলগ্ন ও অসামঞ্জস্য। স্বপ্ন তো কেউ হিসেব কষে দেখেনা। আবার স্বপ্নে ডিগবাজি বা নাচগানেরও লাগাম থাকেনা। অন্ততঃ আমার স্বপ্নে তো থাকেই না। কোথায় যে শুরু হয় আর কোথায় শেষ হয় কোনও ঠিকানা নেই।
    শুভেচ্ছা।

    ReplyDelete
  6. আমার দারুন ভালো লেগেছে । মধুমিতাদির ছড়া পড়লেই মন ছোটদের মতই হয়ে যায় আর সঙ্গের ছবিখানাও ভারি রংচঙে মজাদার আর খাসা

    ReplyDelete