গোলটেবিল:: সুন্দরবনেঃ তাপস গঙ্গোপাধ্যায়:: আলোচনাঃ ঋজু পাল


বইঃ সুন্দরবনে
লেখকঃ তাপস গঙ্গোপাধ্যায়
আলোচনাঃ ঋজু পাল

কর্মব্যস্ত জীবনের খুঁটিনাটি নিয়ে আলোচনা সবসময় করে থাকি, অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিস, জীবনটা কলেজের পর এই ছকেই আটকে পড়েছে, বেরনোর আর উপায় দেখি না। মাঝেমধ্যে বড্ড ক্লান্ত লাগে, ফিরে যেতে ইচ্ছে করে সেই ছোটবেলায়, যখন পড়ার ফাঁকে গল্পের বই নিয়ে বসে থাকতে থাকতে হারিয়ে যেতাম কল্পনার রাজ্যে, গড়ে নিতাম নিজের মত করে সাজানো নন্দনকানন। দিনগুলো কোথায় যে হারিয়ে গেলো ...

গত সপ্তাহে দেশের বাড়ি গেছিলাম, ঠাকুমার ঘরের আলমারি থেকে এই বইটা পেলাম। ঠাকুমা না থাকলেও রয়ে গেছে তাঁর স্মৃতিগুলো। আমার জন্মের আগেকার বই, হলুদ পাতার ভাঁজে ভাঁজে নিমপাতা রাখা, একটা মন কেমন করা গন্ধ পেলাম খেয়েদেয়ে দুপুর বেলা ঠাকুমার পালঙ্কতে শুয়ে বইটা পড়তে শুরু করলাম।

গল্পের নায়ক নিতাই এর সাথে নিজের মিল প্রথমে কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, কোথায় আমি প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়ে সবার মুখ উজ্জ্বল করতাম, আর কোথায় নিতাই, বারবার ফেল করা, বাড়িতে সবার চক্ষুশূল, ক্লাসে স্যারদের হাতে মার খাওয়া, ক্লাস বাঙ্ক করে সিনেমা দেখতে যাওয়া...... নাহ, এক্কেবারে আমার বিপরীত। মনে পড়ে গেল ছাত্রজীবনে আমার বন্ধুর সংখ্যা ছিল হাতে গোনা, সবার সাথে মিশতাম না, আর নিতাই এর মত ছেলের সাথে??? কদাপি নয়।

এত বৈপরীত্য থাকা সত্ত্বেও কী করে নিতাই আর ঋজু এক হয়ে গেল? আদৌ সেটা সম্ভব? যদি বইটি না পড়তাম তাহলে বলতাম সম্ভব নয়, এখন বলছি সব সম্ভব, সব... পুরুষ মানুষের চোখ ছলছল করাও

নিতাই-এর জীবনে সুযোগ আসে সুন্দরবন ভ্রমণের, গরমের ছুটিতে সে যায় তার ফরেস্ট রেঞ্জার মামার কাছে ঘুরতেআর সেখানেই ঘটে তার জীবনের টার্নিং পয়েন্ট। কী ঘটে সেখানে বলব না, বলতে ইচ্ছেও করছে না একান্তই ব্যক্তিগত অনুভূতিগুলো ব্যক্ত করতে
শুধু এটুকুই বলতে পারি, আমরা সফলতার দরজার খুব কাছে থেকেও অনেক সময় হাল ছেড়ে দি, হারিয়ে ফেলি আত্মবিশ্বাস, আর এখানেই করে ফেলি সবচেয়ে বড় ভুল

লেখকের নিপুণ দক্ষতায় সুন্দরবনের পরিচয়ের সাথে সাথে উঠে এসেছে এই চরম সত্যখানি। শিক্ষণীয় বিষয়গুলি যেন ছাপিয়ে গেছে সমস্ত চরিত্র, নদী, প্রকৃতি, বন্যপশু এমনকি সর্বোপরি সুন্দরবনের চেয়েও

আর ঠিক শেষ পাতাতেই আমি খুঁজে পাই, নিজেকে, নিজের চোখ দিয়ে দেখতে পারি নিতাই-এর ভবিষ্যৎ-কে, আর .........
পুরুষমানুষের চোখ দিয়ে জল পড়তে থাকে।।

বইয়ের নামঃ সুন্দরবনে
লেখকঃ তাপস গঙ্গোপাধ্যায়
প্রকাশনাঃ দেব সাহিত্য কুটীর
মুল্যঃ ৮ টাকা (১৯৮০ সালের বইয়ের হিসেবে)
__________

No comments:

Post a Comment