ছড়া-কবিতা:: ভূতের গল্প - ঈশানী রায়চৌধুরী


ভূতের গল্প
ঈশানী রায়চৌধুরী

বিন্নির খই গুড়ের বাতাসা,
নিঃঝুম রাত গল্পও খাসা!
ভুতের কিংবা পেত্নীর নাকি?
কোনটা শুনবি? আজকে "নো" ফাঁকি
ও মা, ওই দেখো! তোর এ কি হল?
কাঁপছিস কেন? সবে দু'টো ষোলো
এই তো এখন ভুতের গন্ধে
আড্ডা জমাটি, কলির সন্ধে
কোনটা বলব? পেঁচো না মামদো?
বেহ্মদত্যি ... বাপের শ্রাদ্ধ?
দ্যাখো কী কাণ্ড! জানলার ফাঁকে
সাদা থান পরে কে দাঁড়িয়ে থাকে?
লম্বা লম্বা কঙ্কাল হাতে
হাতছানি দেয় আর সেই সাথে
খলখল হাসি .... শুনতে পেল যে!
কেলোর কীত্তি মুচ্ছো গিয়েছে!
ওরে, জল আন, হাতপাখা কই?
ইস, কী যে হল ... বাজে হইচই!
এরা কি বোঝে না নিছক ঠাট্টা?
অতই সহজ ভুতের গাঁট্টা?
ভূত পেত্নীরা এখন সেয়ানা
লোকালয়ে আসা ওদের যে মানা
এ কথাটা ওরা বেশ বুঝে গেছে
চুপচাপ তাই হারিয়ে গিয়েছে
মন থেকে আর গল্পের থেকে
ওদের গল্প তেমন কে লেখে!
________
ছবি – দ্বৈতা হাজরা গোস্বামী

3 comments:

  1. ভূতের পুতরা লেখেনা সে কথা? সংখ্যায় বুঝি অল্প?
    পেত্নীর নাৎনীরা মিলে তবে করুক শুরু সে গল্প।

    ReplyDelete
  2. বেশ মজাদার...

    ReplyDelete
  3. বেশ মজাদার...

    ReplyDelete