গোলটেবিল:: রাজকন্যা নিখোঁজঃ অনন্যা দাশ:: আলোচনাঃ তন্ময় বিশ্বাস


বইঃ রাজকন্যা নিখোঁজ
লেখকঃ অনন্যা দাশ
আলোচনাঃ তন্ময় বিশ্বাস

কিছু বই থাকে, যেটা ছাপা হয় পাঠককে অন্য পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্য ছ্যাঃ ছ্যাঃ! কথাটা যতটা কাব্যিক করতে গেলাম, তার কানটা পর্যন্ত ছুঁলও না আমার মনে হয় বর্তমান শিশু সাহিত্যে, মানে বিশেষ করে বাংলায় ভালো লেখা বা ভালো লেখক দুয়েরই যথেষ্ট অভাব আছে অনেকেই লেখেন, ভালোও হয় তবে সেটা শিশু সাহিত্য হয় না! আসলে মুস্কিল হচ্ছে এখন ছোটরা বইপত্র এত কম পড়ে, যে বাধ্য হয়ে শিশু সাহিত্যের বিচারের ভার বাধ্য হয়ে চৌবাচ্চাদের ওপরই ছাড়তে হয় তবে, চলতি মার্কেটে 'শিং ভাঙা বাছুর' বলে আমার সুনাম ও বদনাম দুইই আছে সেই থেকেই বলছি এই বইয়ের মান অসাধারণ! মোট ২০টা গল্প কিন্তু এরমধ্যে অনেক চেষ্টা করেও একটা গল্পকেও 'বাজে', 'খারাপ' বা 'মন্দ নয়' গোছের কোনও ট্যাগলাইন গছাতে পারলাম না 'চিঙ্কির পৃথিবী উদ্ধার' থেকে শুরু করে 'একঘেয়ে' অবধি সবকটাই অসাধারণ হ্যাঁ ভালো লাগার কম বেশি অবশ্যই আছে তবে এইটুকু বলতে পারি প্রত্যেকটা গল্প আলাদা আলাদা করে ভালোলাগার দাবি রাখে অনেক বই দেখেছি এমনিতে গল্পগুলো মোটামুটি লাগে আর শেষ হওয়ার পর একটা ভালোলাগা থেকে যায় কিন্তু এটা সেই পর্যায়ে পড়ে না প্রত্যেকটায় গল্পই মনকে টানবে আর আছে নীতি শিক্ষার আলতো ছোঁয়া যেটা এই মরচে ধরা সমাজে, বিশেষ করে ছোটদের খুব বেশি দরকার এখন যারা শিশু সাহিত্য লিখছেন (তাদের সবার কথা মাথায় রেখে ও তাদের লেখা যথেষ্ট পরিমাণে পড়ে) অনন্যা দাশ তাদের মধ্যে সেরা পার্থ মৈত্রের ইলাস্ট্রেশানগুলো ছোটদের বই-এর জন্য বেশ মানানসই দামটা একটু কম হলে ভালো হত আর জানি না বলা উচিৎ হচ্ছে কিনা, বইটা যে কোন নাম পাবলিশার্স থেকে বেরুতে পারত তাতে আর যাই হোক, বইটা সব জায়গায় অ্যাভেলেবেল হত কারণ, জন্মদিনে গিফট দেওয়ার পক্ষে বইটা আদর্শ!

বইঃ রাজকন্যা নিখোঁজ
লেখকঃ অনন্যা দাশ
প্রকাশনাঃ বাংলার মুখ প্রকাশন,
দামঃ ২০০ টাকা
_______

1 comment: