ছড়া-কবিতা:: ছবির বাগান - উপাসনা পুরকায়স্থ


ছবির বাগান
উপাসনা পুরকায়স্থ

খেলব কোথায়? মাঠও তো নেই
এইটুকু এক বাক্সবাড়ি -
জানালাটা তাই আয়না আমার
জানালা খুলেই বিশ্ব পাড়ি!
সময় পেলেই জানালা খুলে
ছবি দেখি কত্তোরকম -
পথের ধারে জটলা করে
পায়রাদের বকম বকম
খেলছে, নাকি রাগ হয়েছে
ঘাড় ফুলিয়ে কী যে বলে,
কারোর আবার ভীষণ তাড়া
তড়বড়িয়ে কোথায় চলে!
পুঁচকে একটা কাঠবেড়ালি
মায়ের সাথে ভরদুপুরে -
এদিক ওদিক মনের সুখে
পায়ে পায়ে বেড়ায় ঘুরে
লাফিয়ে চলে ছাগলছানা
কী ভেবে যে মুচকি হাসে
ফড়িং-বৌটা ব্যস্ত ভীষণ
আলপনা দেয় পাতায় ঘাসে
এই তো ছিল আকাশটা নীল
উড়ছিল সব রঙিন ঘুড়ি
একটু পরেই মেঘের কালো
বৃষ্টি ঝরা ইলশেগুঁড়ি!

জানালা আমার ছবির বাগান
পাপড়ি মেলে ছবির কুঁড়ি -
যেন এক রূপকথাদেশ
রাজকন্যা পাতালপুরী!


_____
অলঙ্করণঃ সুজাতা ব্যানার্জি

1 comment: