ছড়া-কবিতা:: চুপকথা - মধুমিতা ভট্টাচার্য


চুপকথা
মধুমিতা ভট্টাচার্য

ব্যাঙ্গমা ব্যাঙ্গমী একদিন বলে
সেকালের রূপকথা এখন কি চলে?
কোথায় সে রাজা-রানি মন্ত্রি-কোটাল?
সেপাই-সান্ত্রী কই? হাতি-ঘোড়া পাল?
ঘুমন্ত পুরী আর উড়ন্ত পরি?
পাগড়ি মুকুট নেই, নেই কানাকড়ি!
পক্ষীরাজের পিঠে ঢাল তলোয়ার
নিয়ে রাজপুত্তুর হয় না সওয়ার
কোথায় গিয়েছে সেই চরকার বুড়ি
মাথায় শনের নুড়ি, গায়ে ধুদ্ধুড়ি!
নীল ও লালকমল ছিল দুই ভাই
তারাও তো আজ দেখি কোত্থাও নাই!
দুই হাত টিকিওলা দেড়-আঙুল ছেলে,
কথা বলা মাছ ধরে নিয়ে আসা জেলে,
সূচ-রাজা, মণিমালা, হাট্টিমাটিম,
তেপান্তরের মাঠ, তারা টিমটিম,
বুদ্ধু-ভূতুম, সুয়োরানি, দুয়োরানি,
কেউ পাটরানি, কেউ দুখী ভিখারিনি!
কেউ নেই, কিছু নেই আর সেইসব
তখন হরেক রঙা ছিল শৈশব!
ময়ূরপঙ্খী নাও কোথায় উধাও,
উড়ে গেছে দাঁড়ে বসা শুকপাখিটাও!
রাক্ষসগুলো শুধু রয়ে গেছে ভুলে,
প্রাণ ভোমরাটি কোন দিঘির অতলে
আজও বেঁচে আছে তাই সারাদেশ জুড়ে
দৈত্য দানব ঘোরে দিনে ও দুপুরে!
ব্যাঙ্গমা ব্যাঙ্গমী বলে এইবার
সময় হয়েছে আমাদেরও হারাবার!
যত ছিল আজগুবি রূপকথা সব
হয়ে গেছে চুপকথা, এই বাস্তব।
নকশি কাঁথাটা আর কোথাও দেখি না
খোকা খুকু ঘুম যায় রূপকথা বিনা!
_____
অলঙ্করণঃ সুজাতা ব্যানার্জি

2 comments: