গোলটেবিল:: ২৫ দেশের রূপকথা লোককাহিনি :: আলোচনাঃ ঋজু পাল


বইঃ ২৫ দেশের রূপকথা লোককাহিনি
সঙ্কলন এবং সম্পাদনাঃ ডঃ মোহাম্মদ হান্নান
প্রকাশনাঃ ঢাকা বইবাজার (ফেব্রুয়ারী ২০০৯)
আলোচনাঃ ঋজু পাল

এই তো সেদিনের কথা। স্কুলে যখন পড়তাম, রাতে ঠাকুমার কাছে শুতাম মফস্বলে বাড়ি হওয়ায় রাত দশটা মানেই চারদিকে কেমন একটা নিস্তব্ধতা নেমে আসতঠাকুমা ভালো গল্প-বলিয়ে ছিলেন শুরু করতেন একদিক থেকে আর সুতো ছাড়তে ছাড়তে শেষ করতেন আর একদিকে, ততক্ষণে অবশ্য আমি ঘুমিয়ে পড়তাম কী না ছিল তার গল্পের ভাণ্ডারে – ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী, লালকমল নীলকমল, পক্ষীরাজ ঘোড়া, প্রাপ্তবয়স্ক মনও মজে যেত সেইসব গল্পেকলেজে পড়াকালীন ঠাকুমাকে হারাই, হারাই আমার একমাত্র গল্প-বলিয়েকেরূপকথার গল্প বহুদিন আর শোনাও হয় না, পড়াও হয় না বাস্তব জগতে নিজেকে সঁপে দিতে দিতে ক্রমশ মনটা যান্ত্রিকতায় ভরে উঠছে, তা অস্বীকার করার কোনও উপায় নেই
রূপকথা সাধারণত আরম্ভ হয় ‘এক যে ছিল রাজা’ অথবা ‘অনেক অনেকদিন আগের কথা’ দিয়েজল-স্থল, আকাশ–পাতাল, মাটি-সমুদ্র এসব নিয়েই গড়ে ওঠে রূপকথার নানা রঙের গল্পগুলো। সব রূপকথার মধ্যে একটি দেশের অথবা কোনও জাতির প্রাচীন কোনও ইতিহাস থাকে। কালের চক্রে হারিয়ে যাওয়া কোনও মূল্যবোধ থাকেরূপকের আশ্রয়ে সেগুলো ধরা দেয় আমাদের সামনে, মনকে সতেজ সজীব করতে অনুপ্রেরণা দেয়।
ব্যাঙ্গালোরে আসার পর একদিন একটি বই হাতে পাই এক বাংলাদেশি বন্ধুর সৌজন্যে পঁচিশটা দেশের প্রচলিত রূপকথা স্থান পেয়েছে এই বইটির মলাটের মধ্যেসেই ছেলেবেলায় পড়া সাত ভাই চম্পার কাহিনি প্রথম পাতায় দেখে ভীষণরকম খুশি হয়েছিলামপুরনো স্মৃতি জাগিয়ে তোলার জন্য গ্রামবাংলার এই প্রচলিত গল্পগাথা যথেষ্ট একটি ব্যাঙের গল্পতে যেমন খুঁজে পাই তিব্বতের চেনা পরিবেশ, ঠিক তেমনই গোন ও কোমার বন্ধুত্বতে জাপানের মূল্যবোধের সূক্ষ্ম পরিচয়, পেরুর ইনকাভূমির রাজপুত্রের সাহসিকতা, সুদূর আফ্রিকার জঙ্গলময় হাতির গল্প, কার্টুন চ্যানেলে দেখা সেই সিনডারেলার মিষ্টি ছবি, ইগলুর দেশের এস্কিমোদের শিকারের গল্প... আরও অনেককিছু নিয়ে বইটা প্রকাশিত হয়েছে
বর্তমান প্রজন্ম ভাগ করে নিক আমাদের ছেলেবেলার সেই আনন্দঘন মুহূর্তগুলোকে স্বয়ং প্রকাশকও তাই চান। কম্পিউটার আর ভিডিও গেমসের বাইরে গিয়ে খানিকটা সময় তাদের দেওয়া উচিৎ এইরকম বইয়ের জন্যহ্যারি পটারের চাপে হারিয়ে যাচ্ছে ঠাকুমার ঝুলি - এই বিতর্কে না ঢুকেও বলি বইটা পড়ুন, ভালো লাগবেশৈশবের হাতছানিতে সাড়া দেওয়ার আরও একবার সুযোগ পাবেন। হাতছাড়া করবেন কি?
উত্তর আপনার নিজের কাছে।
_____

No comments:

Post a Comment