মগজাস্ত্র
অনন্যা দাশ ও সহেলী
চট্টোপাধ্যায়
মগজাস্ত্র ১
প্রশ্নঃ
1. আরব্য রজনীতে বাগদাদের কোন খলিফার কথা প্রায়ই বলা আছে?
2. শেক্সপিয়ারের বিখ্যাত হ্যামলেট নাটকে হ্যামলেট কোন দেশের
রাজপুত্র ছিলেন?
3. দা জাঙ্গল বুকের স্রষ্টা রুডইয়ার্ড কিপলিং-এর জন্ম কোন
শহরে?
4. গ্রিমভাইরা কোন দেশের লোক ছিলেন?
5. ঠাকুর্দার ঝুলির লেখক কে?
6. মহাভারতে যেমন ভীম, গ্রিস
দেশের পুরাণে তেমনই এক বীরকে আমরা পাই, তাঁর নাম তোমরা বলতে পারবে?
7. পক্ষীরাজ ঘোড়াকে গ্রিস দেশে কী নামে ডাকা হয়?
8. গালিভার্স ট্রাভেলসে গালিভারের প্রথম নাম কী ছিল?
9. ঘ্যাঁঘ্যাসুর, ফিঙে আর কুঁকড়ো, সাতমার পালোয়ান এই
চরিত্রগুলো আমরা কোন লেখকের রচনায় পাই?
10. সিন্ডারেলা কোন দেশের রূপকথা?
11. উদাসী রাজকুমার উপন্যাসের লেখক কে?
12. কোন শহরে গেলে আমরা হ্যান্স ক্রিসচিয়ান
অ্যান্ডারসনের লেখা বিখ্যাত গল্পের চরিত্র ‘লিটিল মারমেড’-কে দেখতে
পাবো?
13. দুষ্টু ছেলে পিটার প্যানের (যে কখনও বড় হয় না)
স্রষ্টা কে?
14. হ্যারি পটার আর তার বন্ধুরা কোন স্কুলে পড়ে?
উত্তরঃ
1. খলিফা হারুন-আল-রশিদ।
2. ডেনমার্ক।
3. মুম্বাই (তখন বম্বে ছিল, ১৮৬৫)।
4. জার্মানী।
5. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
6. হারকিউলিস।
7. পেগাস্যাস।
8. লেমুয়েল।
9. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
10. ফ্রান্স।
11. সুনীল গঙ্গোপাধ্যায়।
12. ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন শহরে সেই মূর্তি আছে।
13. বিখ্যাত স্কটিশ লেখক জে এম ব্যারি।
14. হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজাড্রি।
মগজাস্ত্র ২
_____
No comments:
Post a Comment