অপরাজিত:: কিছু জানা, কিছু অজানা - রাজীবকুমার সাহা

কিছু জানা, কিছু অজানা
রাজীবকুমার সাহা


·     ১৮৯৬ সাল থেকে শুরু হওয়া আধুনিক অলিম্পিকে একমাত্র গ্রীস আর অস্ট্রেলিয়াই সব ধরনের খেলায় অংশগ্রহণ করে আসছে।
·        চাঁদের বুকে গলফই হচ্ছে একমাত্র খেলা যা অ্যালান শেপার্ড ৬ ফেব্রুয়ারি ১৯৭১ সালে খেলেছিলেন।
·    যে চারজন ক্রিকেটার ব্যাটিং অর্ডারের দশটি পজিশনেই খেলেছেন তারা হলেন ল্যান্স ক্লুজনার, আব্দুর রজ্জাক, শোয়েব মালিক এবং হাসান তিলকরত্নে।
·        একটা সকার বল ৩২টি চামড়ার টুকরো ৬৪২টা সেলাই করে তৈরি করা হয়। পাশাপাশি একটা বেসবলে ঠিক ১০৮টা আর একটা ক্রিকেট বলে ৬৫ থেকে ৭০টা সেলাই থাকে।
·        মহম্মদ আজহারউদ্দীনের প্রথম তিনটি টেস্ট ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে।
·        একেকটা উইম্বলডন চ্যাম্পিয়নশিপের কমবেশি ৬৫০টা ম্যাচে প্রায় ৪২,০০০ টেনিস বল দরকার পড়ে।


·        ১৯০১ সালের আগে পর্যন্ত বক্সিং আইনত নিষিদ্ধ ছিল।
·      ভারতীয় ক্রিকেটের বয়স ১৬৮ বছর। ১৮৪৮ সালে ভারত প্রথমবারের মতো ক্রিকেট খেলা শুরু করেছিল।
·        ফিশিংয়ে বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক প্রতিযোগী অংশ নেন।
·        কিংবদন্তী মুষ্টিযোদ্ধা রকি মারসিয়ানো ফ্যাক্স মেশিন আবিষ্কার করেন।
·     সৌরভ গাঙ্গুলিই একমাত্র ক্রিকেটার যিনি পরপর চারটে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন।
·        মোট পরিমাণ যাই হোক না কেন, জকিদের পয়সাতেই পেমেন্ট করার নিয়ম। নোটে নয়।
·        প্রকৃত গলফ বল গরুর শুষ্ক অক্ষিগোলক দ্বারা তৈরি করা হয়।
·        কপিল দেবের অপরাজিত ১৭৫ রানই ভারতীয় ক্রিকেটে প্রথম ওয়ান ডেয়ার সেঞ্চুরি।
·    ১৯৪৯ সালে একজন ব্রিটিশ খেলোয়াড়ের সর্পাঘাতে আঘাতপ্রাপ্ত হওয়ার আগে পর্যন্ত উইম্বলডনের কোর্টে দুই ইঞ্চি লম্বা ঘাস রাখা হত।
·        গলফ বলে গড়ে ৩৩৬টা টোল থাকে।


·    বিশ্ব-ক্রিকেটের ইতিহাসে ক্রিস গেইল হচ্ছেন একমাত্র ব্যাটসম্যান যিনি কোনও টেস্ট ম্যাচের প্রথম বলেই সিক্সার হাঁকিয়েছিলেন।
·        ইফতিখার আলি খান পতৌদি ছিলেন একমাত্র ক্রিকেটার যিনি ভারত এবং ইংল্যান্ড উভয় দেশের হয়েই টেস্ট খেলেছেন।
·   একমাত্র দেশ হিসেবে ভারতের ৬০ ওভার, ৫০ ওভার আর ২০ ওভার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে।
·        অ্যালেক স্টুয়ার্টের টেস্ট ক্রিকেটে সর্বমোট রানের সংখ্যা হচ্ছে ৮৪৬৩। তার জন্ম তারিখও ৮-৪-৬৩।
·   তারিখ ১১/১১/১১। সময় ১১:১১। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল আর ১১১ রান।
·    ওয়েস্ট ইন্ডিজের লেসলি হিলটন হচ্ছেন একমাত্র ক্রিকেটার যাকে খুনের দায়ে ফাঁসি দেওয়া হয়।
·        স্যার ডন ব্র্যাডম্যান তার ক্রিকেট জীবনে মাত্র ছয়টা সিক্সার হাঁকিয়েছিলেন।
·        জেনেদিন জিদান কখনও অফসাইড করেননি।
·        ১৯৬০ সালের আগে অবধি হকি স্টিক একদম সোজা ছিল।
·      ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে বিসিসিআই-এর লোগোর ওপর তিনটে স্টার থাকে কেন? ওগুলো তিনবার বিশ্বজয়ী হওয়ার প্রতীক।
·        ঘুড়ি ওড়ানো থাইল্যান্ডের একটি পেশাগত খেলা।
·        ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত শেফিল্ড এফ.সি. পৃথিবীর প্রাচীনতম ফুটবল ক্লাব।
·        কোলাজেন উপস্থিত এমন প্রাণীর অন্ত্র, যেমন, ভেড়া, গরু ও ছাগল, এসব প্রাণীর অন্ত্র দিয়ে টেনিস র‍্যাকেটের স্ট্রিং তৈরি করা হয়।
·        জিম ল্যাকার আর অনিল কুম্বলে হচ্ছেন এমন দুজন বোলার যারা এক ইনিংসে সবক’টি উইকেট একাই তুলে নিয়েছিলেন।
·        শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েল অ্যামেচার পোর্টসমাউথ অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাবে গোলকিপার হিসেবে খেলেছেন।
·        সৌভাগ্যের প্রতীক হিসেবে পকেটে একটা পয়সা রেখে খেলতে নামা গলফারদের একটা সাধারণ কুসংস্কার।


·     খালি পা থাকার দরুন ফিফা ভারতীয় ফুটবল টিমকে ১৯৫০ সালের বিশ্বকাপে খেলতে অনুমতি দেয়নি।
·        কঙ্গোতে একবার বাজ পড়ে পুরো একটা ফুটবল দল মৃত্যুমুখে পতিত হয়। অপর দলটি বিন্দুমাত্রও ক্ষতিগ্রস্ত হয়নি।
·        একজন ফুটবল খেলোয়াড় একটা বড়ো ম্যাচে প্রায় ১১ কিমি দৌড়ান।
·     একদিনের ক্রিকেটে প্রথম বলে ব্যাটসম্যান ছিলেন জেফরি বয়কট আর বোলার ছিলেন গ্রাহাম মেকেঞ্জি।
·        আমেরিকানরা বছরে প্রায় ৬৩০ মিলিয়ন ডলার গলফ বলের পেছনে খরচ করেন।
·        অলিম্পিকের পাঁচটা রিংয়ে পৃথিবীর প্রত্যেকটা দেশের জাতীয় পতাকার রং রয়েছে।
·        বিশ্বক্রিকেটে দ্রুততম (১৬১.৩ কিমি/ঘণ্টা) বল করার রেকর্ড রয়েছে শোয়েব আখতারের ঝুলিতে।
·        বেসবল খেলোয়াড় বেব রুথ মাথা ঠাণ্ডা রাখতে টুপির নিচে একটা বাঁধাকপির পাতা রেখে খেলতে নামতেন। প্রত্যেক দ্বিতীয় ইনিংসে সেটা পালটে ফেলতেন।


·        মাত্র তিনজন ব্যাটসম্যানের একদিনের ক্রিকেটে ডবল সেঞ্চুরি রয়েছে। তারা হলেন সচিন, সেহওয়াগ ও রোহিত শর্মা।
·        অলিম্পিক-২০০০ থেকে অন্তর্ভুক্ত তাইকুন্ডুর জন্মস্থান দক্ষিণ কোরিয়া।
·    হিতেশ মোদী আর তার পিতা সুভাষ আর. মোদী একই ম্যাচে প্লেয়ার আর আম্পায়ার হিসেবে ছিলেন। পিতা পুত্রকে এল.বি.ডব্লিউ দিয়েছিলেন।
·     প্রথম মহিলা পর্বতারোহী হিসেবে ১৯৭৫ সালে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন জাপানের জুঙ্কো তবেই।
·        আইস স্কেটিং হকি খেলতে গিয়ে সবচেয়ে বেশি সংঘর্ষ বাঁধে স্কেটদুটোর মধ্যে।
·        ১৯৬৪ সালের ১২ জানুয়ারি চেন্নাইয়ে ভারতের স্পিনার বাপু নাডকর্নি ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর ২১ ওভার বল মেইডেন করেছিলেন।
·        নভজ্যোত সিং সিধুর স্ত্রীর নাম হচ্ছে নভজ্যোত কউর সিধু।
·        নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গাপ্টিলের বাঁ পায়ে মাত্র দুটি আঙুল আছে।
·        তিরন্দাজি ভুটানের জাতীয় খেলা।
·     ১৯৯৩ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৭৭ রান করার পর ব্রায়ান লারা নিজের মেয়ের নাম সিডনি রাখেন।

_____

No comments:

Post a Comment