সম্পাদকীয়:: জানুয়ারি ২০১৭


ছোটবেলায় সবকিছুতে ম্যাজিক খুঁজতাম কুড়িয়ে পাওয়া পাথরে, ঠাকুমার শেখানো আশ্চর্য মন্ত্রে, বাবার তাসের খেলায় বাড়িতে যে নতুন মামা বা কাকু এসেছে সে ম্যাজিক জানে... ব্যস আর দেখতে হবে না... সবাই মিলে তাকে ঘেরাও। ...অন্ধকারের মধ্যে ঘাপটি মেরে থাকত কিছু ম্যাজিক ...জ্যোত্স্নার আলোয় ছড়িয়ে থাকত কিছু ম্যাজিক নদীর জলের মধ্যে সেই ম্যাজিক ছড়িয়ে পড়ত... ঠান্ডা তারাদের গা বেয়ে হিমহিম শীতের রাতে সেই ম্যাজিক ঝরে পড়ত আমার সোয়েটারে ...সোয়েটারে রংবেরঙের তুলো ছিঁড়ে ছিঁড়ে বইয়ের পাতার মধ্যে জমিয়ে রাখতাম ...পড়ার ফাঁকে উঁকি দিত সেই ম্যাজিক কুড়োনো পালকের গায়ে লেগে থাকত যে ম্যাজিক সে বলে দিত অনেক দূরের এক দ্বীপে বাস করা নীলচে সবুজ পাখির ঠিকানা
পাগলি বুড়ি বালির মধ্যে ম্যাজিক খুঁজে পেত তার চিকচিকে চোখে আলোছায়া খেলা করত সে সবসময় হাসত আর বলত “সোনা পেয়েছি, হীরে পেয়েছি, দেখে যা” ...আমরা ভয়ে পালিয়ে যেতাম
সবাই কী ম্যাজিক খুঁজে পায় ওই বুড়ির মতো? ...ছেঁড়া কাঁথা গায়ে সে হাসে কেমন করে জানি না ...কেউ কেউ হয়তো বা পায় সত্যিমিথ্যের বাইরে একটা অন্য জগতের সন্ধান

ম্যাজিক ল্যাম্প শীত সংখ্যা তোমাদের জন্য নিয়ে এসেছে সেই এক ঝুড়ি ম্যাজিক - “রূপকথা” অর্থাৎ রূপকধর্মী কথা বা গল্প - যেখানে নানা রূপকের আড়ালে বাস্তবের সততা, হিংসা, ভালোবাসা, শত্রুতা, বন্ধুত্ব, উদারতা, জীবনের ভালো খারাপ দুই দিকই ধরা দেবে ছোটোবেলায় রূপকথা পড়ে জীবন সম্পর্কে যা জেনেছি তা হয়তো বড়ো বেলায় মোটামোটা বই পড়েও জানতে পারিনি ম্যাজিক ল্যাম্পের শীত সংখ্যায় রূপকথা নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করেছেন এই সময়ের উল্লেখযোগ্য কিশোর-সাহিত্যিকরা তাদের কলম কল্পনার পক্ষীরাজ ঘোড়া ছুটিয়েছে সেখানে কোনও বাধা নিষেধ মানেনি পশুপাখিদের নিয়ে গল্প যেমন রয়েছে তেমন রূপকথার আড়ালে বর্তমান সমাজের সমস্যাগুলোও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে কোনও কোনও লেখা আবার সবুজ বনে ঝিরঝিরে নদীর মতো বয়ে গেছে তার পাশে দু’দণ্ড বসতেও ভারী ভালো লাগে আবার রুদ্ধশ্বাস রোমাঞ্চকর অভিযানও রয়েছে এই সংখ্যায় রূপকথার একটি বিভাগ “গদ্যে পদ্যে রূপকথা” - সেখানে কবিতার ছন্দে, আবার কিছুটা গদ্যে, রূপকথা লেখা হয়েছে - যেটি রূপকথার আদি অকৃত্তিম শৈলী আশা করি সবার ভালো লাগবে আমি নিশ্চিত এই সংখ্যাটা ছোটো-বড়ো সবার কাছেই মনে রাখার মতো একটা সংখ্যা হবে
গল্প-কবিতা ছাড়া অন্যান্য নিয়মিত বিভাগ - যেমন প্রবন্ধ, কমিকস, গল্প-পাঠ, বায়োস্কোপ, গোলটেবিল সবেতেই এবারে রূপকথার ছোঁয়া মুখোমুখি বিভাগে এই সময়ের প্রখ্যাত সুসাহিত্যিক সৈকত মুখোপাধ্যায়ের ভিডিও ইন্টারভিউটি সবাইকে সমৃদ্ধ করবে এই আশা রাখছি

রূপকথা সংখ্যা বলেই প্রচুর ছবির প্রয়োজন আর বইমেলার আগে শিল্পীদের প্রচন্ড ব্যস্ততা, কিন্তু তা সত্ত্বেও শিল্পীরা তাঁদের মূল্যবান সময় বের করে ম্যাজিক ল্যাম্প-এর জন্য তুলি ধরেছেন তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই শ্রী তাপস মৌলিক, শ্রী রাজীব কুমার সাহা সুন্দর ভাবে সংখ্যাটি সাজিয়ে তুলেছেন তোমরা কিন্তু আমাদের অবশ্যই জানিও এই সংখ্যাটি তোমাদের কেমন লাগল
বইমেলায় গিয়ে প্রচুর বই কিনে নিও সারাবছরের জন্য, আর ম্যাজিক ল্যাম্প তো রইলই
খুব খুব ভালোবাসা নিও

ইতি,
জিনি
_____
ছবিঃ শিবশঙ্কর ভট্টাচার্য

No comments:

Post a Comment