ছড়া-কবিতা:: মেঘনামতী - রূপসা ব্যানার্জি


মেঘনামতী
রূপসা ব্যানার্জি

ঐ যে দূরে আকাশপারে মেঘের রাজার বাড়ি -
পাশ দিয়ে তার কাতার কাতার উড়ছে বকের সারি।
মেঘরাজ্যের রাজকুমারী, নামটি মেঘনামতী;
সাঁঝবেলাতে মেঘপ্রাসাদে জ্বালায় তারার বাতি।
সূর্য যখন প্রবল তাপে চায় পোড়াতে সৃষ্টি;
এলিয়ে কালো কেশের রাশি, মেঘনা আনে বৃষ্টি।
তার কাছে হায়, ম্লান হয়ে যায় সূর্য-চাঁদের রশ্মি!
শান্ত ময়ূর এক পলকেই হয় রে দামাল দস্যি।
ছোট্ট খোকন, এবার ঘুমাও - হল অনেক রাত -
স্বপ্নে এসে মেঘনামতী ধরবে তোমার হাত।
তোমরা দু’জন করবে খেলা ঘুরবে আকাশপথে -
ভোরবেলাতে ফিরবে ঘরে নিজের বিছানাতে।
____
অলঙ্করণঃ দ্বৈতা গোস্বামী

4 comments: