মগজাস্ত্র
অনন্যা
দাশ
এবারের
সব কুইজ শারদীয়া সংখ্যা সাহিত্য থেকে
প্রশ্নঃ
১। ‘নরহরির কীর্তি’ কার লেখা
এবং কোন শারদীয়াতে বেরিয়েছিল?
২। প্রথম পান্ডব গোয়েন্দা
উপন্যাস কোন শারদীয়াতে বেরিয়েছিল এবং কবে?
৩। বুদ্ধদেব গুহর ঋজুদা
সিরিজের ‘অ্যালবিনো’ উপন্যাস কোন
শারদীয়াতে বেরিয়েছিল?
৪। কালু, মালু, টুলু ও
বুলুর কীর্তি নিয়ে গল্প কার লেখা এবং কোন শারদীয়াতে বেরোত?
৫। শ্রী সরল দে যে শারদীয়াটি
বার করতেন সেটার নাম কী?
৬। ‘বাজপাখির ডানা’ কার লেখা, কবে এবং কোন
শারদীয়াতে বেরিয়েছিল?
৭। শেষ মিতিনমাসি উপন্যসের কী
নাম?
৮। ‘হো বুড়োর গুপ্তধন’ কার লেখা
এবং কবে কোন শারদীয়াতে বেরিয়েছিল?
৯। ১৯৭৯ সালে সন্দেশ
শারদীয়াতে সত্যজিৎ রায়ের কোন ফেলুদা কাহিনি বের হয়?
১০। শারদীয়া ‘আমপাতা জামপাতা’ কোন সাল
থেকে প্রকাশিত হচ্ছে?
উত্তরঃ
১। দুলেন্দ্র ভৌমিক, আনন্দমেলা, ১৯৯১
২। শুকতারা, ১৯৮৬
৩। আনন্দবাজার পত্রিকা
৪। গোয়েন্দা গন্ডালু সিরিজ, নলিনী দাস, সন্দেশ
৫। টগবগ
৬। এনাক্ষী চট্ট্যোপাধ্যায়, আনন্দমেলা
১৯৮৭
৭। স্যান্ডারসাহেবের পুঁথি, ২০১৫
৮। শৈলেন ঘোষ, আনন্দমেলা
১৯৮৫
৯। হত্যাপুরী
১০। ২০১৩
_____
ছবিঃ
আন্তর্জাল
1 - নরহরির কীর্তি নয় ওটা থরহরির কীর্তি
ReplyDelete