সম্পাদকীয়:: শারদীয় ২০১৮


ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,

এই তো পুজো, পুজোর আলো ছড়িয়ে যাচ্ছে দিগ্বিদিক
কোথাও একটু বৃষ্টি হল, কোথাও একটু রোদ ঝিলিক।

কেমন আছ সবাই? পুজোতে খুব মজা করবে বলে রেডি তো? কোথায় কোথায় ঠাকুর দেখবে, কোন জামাটা কবে পরবে সে সবই প্ল্যান করছ, তাই তো? আর মাঝে মাঝেই ভাবছ যে যদি পুজোর দিন বৃষ্টি হয় তাহলে সব সাজগোজ মাটি আর যাদের পুজোর দিনেও কাজের তাড়া তাদেরকেও বলছি, একদম মন খারাপ করবে না
এসে গেছে ম্যাজিক ল্যাম্প শারদ সংখ্যা যা পড়ার জন্য তোমাকে কোত্থাও যেতে হবে না পুজো প্যান্ডেলে, বাড়িতে, অফিসে শুধুমাত্র একটা ক্লিকেই খুলে যাবে ম্যাজিক দুনিয়া
থাকছে দশ দশটা উপন্যাস, ছাব্বিশ খানা বিভিন্ন স্বাদের মন মাতানো গল্প, সুন্দর সুন্দর ছড়া প্রবন্ধ। লিখেছেন বর্তমান সময়ের শ্রেষ্ঠ সাহিত্যিকরা দীপ মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, অভিজ্ঞান রায়চৌধুরী, সুজন দাশগুপ্ত, সৈকত মুখোপাধ্যায়, অনন্যা দাশ, দেবজ্যোতি ভট্টাচার্য, কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়, চুমকি চট্টোপাধ্যায়, ঋজু গাঙ্গুলী, সমুদ্র বসু কে নেই সেই তালিকায়!
এছাড়া কমিকস, বিজ্ঞানের প্রবন্ধ, মগজাস্ত্র... তোমাদের প্রিয় বিভাগগুলো তো রয়েছেই মুখোমুখি বিভাগে এবারে রয়েছে সেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার সূর্য শেখর গাঙ্গুলীর ইন্টারভিউ তাহলে আর অপেক্ষা না করে চটপট পড়তে শুরু করে দাও ম্যাজিক ল্যাম্প

এই সংখ্যাটি এডিট করতে, প্রুফ দেখতে সাহায্য করেছেন সহেলী চট্টোপাধ্যায়, সহেলী রায়, রুমেলা দাস, রাজীব কুমার সাহা, তাপস মৌলিক সুন্দর সুন্দর অলংকরণ করেছেন সুমিত রায়, পার্থ মুখার্জী, স্যমন্তক চট্টোপাধ্যায়, রুমেলা দাস, মৈনাক দাশ, অরিজিত ঘোষ, দীপিকা মজুমদার, সুজাতা চ্যাটার্জী, নচিকেতা মাহাত, পুষ্পেন মণ্ডল, সপ্তর্ষি চ্যাটার্জী প্রমুখ শিল্পীরা ম্যাজিক ল্যাম্প শারদ সংখ্যার নির্মল ঝকঝকে প্রচ্ছদটি এঁকেছেন অরিজিত ঘোষ
ম্যাজিক ল্যাম্পের বিজ্ঞান বিভাগ সম্পাদনা করেছেন শ্রী অমিতাভ প্রামাণিক আর সম্পূর্ণ ম্যাজিক ল্যাম্প সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছেন শ্রী তাপস মৌলিক
খুব ভালো থেকো বন্ধুরা খুব আনন্দে পুজো কাটুক তোমাদের পুজোর দিনে পারলে যাদের নতুন জামা, ভালো খাবার জোটে না তাদের সাহায্য করার চেষ্টা কোরো সবাই মিলে আনন্দই তো সত্যিকারের আনন্দ
ইতি,
জিনি
_____
ছবিঃ নচিকেতা মাহাত

No comments:

Post a Comment