ছড়া-কবিতা:: মনের রাজা - দেবীস্মিতা দেব


মনের রাজা
দেবীস্মিতা দেব

মনের আমি মনের তুমি
মনের রাজা কে?
মনের রাজা সে জন, যে মন
বাঁধতে শিখেছে।

মন হল ঠিক কচুপাতায়
গড়িয়ে পড়া জল
ইচ্ছেমতন এদিক ওদিক
মুক্ত চলাচল।

মন হল রে ধু ধু মাঠের
অবাধ গতির হাওয়া
মন হল ঠিক যখন খুশি
যা ইচ্ছে তাই চাওয়া।

তোমার মনের রাজা তুমি
আমার মনের আমি,
নিবিড় মনে ভাবলে বসে
ভাবনা হবে দামি।

তোমার মনের ভাবনাটুকু
ভাবতে তুমি পারো,
আমার মনের ভাবনা আমার
আর নয়কো কারো।
_____
ছবিঃ সুজাতা চ্যাটার্জী

No comments:

Post a Comment