ছড়া-কবিতা:: ভূতেদের কথা - উপাসনা পুরকায়স্থ


ভূতেদের কথা
উপাসনা পুরকায়স্থ

ভূপেতনিরা ভালো নয় তাই
ছোটোদের বলি ওরে
তেঁনাদের থেকে বুঝে-সুঝে ভাই
থাকিস একটু সরে
কাঁচা মাংসটা ভালোবাসে বলে
ওত পেতে বসে থাকে,
ভাবে মনে মনে হাতটা বাড়িয়ে
ধরে খায় আগে কাকে!
বর্ষার দিনে খাল বিল ঝিলে
কিংবা পুকুর ধারে -
মেছো ভূতগুলো মাছ ধরে খায়
ভোজটা ওদের সারে
গেছো ভূতগুলো গাছে থাকে আর
বসে বসে দোল খায়,
মেজাজ যখন ফুরফুরে খুব
খোনা স্বরে গান গায়
গলায় পৈতে পায়েতে খড়ম
ভূতেদের রাজা যিনি -
তবলা বাজান মাঝরাতে শুনি
ধা-কেটে ধা-কেটে ধিনি!
মেছো-গেছো ভূত ব্রহ্মদত্যি
পেতনিও আছে কত,
বাচ্চা কিশোর বুড়ো মিলে জানি
ভূত আছে শত শত
কাঁচা মাংসতে নুন মেখে খেতে
সকলেই ভালোবাসে -
তাই বলি সবে সাবধানে থেকো
বড়োদের আশেপাশে!
_____
ছবিঃ নচিকেতা মাহাত

No comments:

Post a Comment