হুপো
পাখির ফাইল
লেখা ও ছবিঃ শ্রেয়সী চক্রবর্তী
অল্প শীতের গল্প রোদ্দুরে পিঠ সেঁকে নিয়ে বহুরূপী চারিদিকে চোখ চালাচ্ছে আর চেয়ে দেখে নিচ্ছে তার চারপাশের ডানাওলা রঙিন বন্ধুদের। তার মধ্যে কয়েকজনকে তার ভারি পছন্দ। তাই তাদের ছবি গোল্লা চোখ-ক্যামেরার শাটার টিপে মনের ফাইলে তুলে রাখছে সে বহু যত্নে। এতদিন সে ভাবছিল কখন তোমাদের সঙ্গে তার দেখা হবে আর তোমাদের দেখাবে বহুরূপীর ঝুলি থেকে বের করে পাখির ফাইল। দেখো তো বন্ধুরা এই সব রংবেরঙের টি টি-ট্যাঁ ট্যাঁ- রিট্টিট্-ট্যাঁওওও করে হঠাৎ ডেকে উঠেই উড়ে যাওয়া বন্ধুদের তোমরা চিনতে পারো কিনা !!
এশিয়ান কোয়েল |
ওরিয়েন্টাল ম্যাগাপাই রবিন |
কমন ইয়োরা |
কমন হক কাক্কু |
পার্পল সানবার্ড |
ব্রাহ্মিনী স্টারলিং |
ব্ল্যাক কাইট |
রেড ভেন্ডেড বুলবুল |
রোজ রিংড প্যারাকীট |
স্টর্ক বিল্ড কিংফিশার |
স্ট্রিক্টেড বায়া উইভার |
হাউস স্প্যারো |
জ্যাকোবিন কাক্কু |
--------------
No comments:
Post a Comment