ছড়া-কবিতা:: ছড়াছিটে - সংগীতা দাশগুপ্ত রায়

ছড়াছিটে
সংগীতা দাশগুপ্ত রায়

- ১-
কাটুমের জুতোজোড়া ব্যাজার বিষম
একটায় কালি বেশি একটায় কম
জামার বোতাম বলে "আহা কাঁদো ক্যান!
পায়ের তলায় আছো, কে বা দেবে ধ্যান!"
জুতো বলে 'রে বোতাম, স্পর্ধা তো বেশ!
নেমে আয় নিচে দেখি কে কত সরেস
বোতামে জুতোতে লাগে মহা সোরগোল
'' বাঘা তেঁতুল হলে 'ওটি' বুনো ওল
কাটুম বিষম রেগে জামা জুতো ছেড়ে
খালি পায়ে খালি গায়ে পথে পথে ফেরে ...

-২-
চিন্তামণি ঘোষালবাবু অনেক ভেবে চিন্তে
টাকের মাঝে টিকির আগায় ফুল বেঁধেছেন তিনটে
ধূপ ধুনো দেন অফিসঘরে আঁকেন তিলক কপালে
রাত্তিরে খান গুড় চানা আর রুটি চেবান সকালে
আড্ডা কিংবা তাসের আসর কিচ্ছুটি তো মাড়ান না
পাড়ার মোড়ে হল্লা হলেও বারান্দাতে দাঁড়ান না
সবাই ভাবে চিন্তামনি হলেন বুঝি ধর্মপ্রাণ
চিন্তা শুধু মুচকি হেসে কাজের সময় নিদ্রা যান
--------------
ছবি – দ্বৈতা হাজরা গোস্বামী

No comments:

Post a Comment