ছড়া-কবিতা:: লেপের বাড়ি - দ্বৈতা হাজরা গোস্বামী

লেপের বাড়ি
দ্বৈতা হাজরা গোস্বামী

খাসা একটা লেপের বাড়ি বানিয়েছি এই শীতে
তোমরা কিন্তু এসো না কেউ আমার খবর নিতে
বাড়ির মধ্যে হাঁড়ির মধ্যে নলেন গুড়ের পায়েস
থাকব দিব্যি রাজার মতো করব দারুণ আয়েস

স্নান করতে বয়েই গেছে শুনেই গায়ে জ্বর
অনেক বারই স্নান করেছি সারা বছর ভর
এখন আমায় ডাকবে না কেউ, বলবে না কেউ পড়
সেইজন্যেই তৈরি করা এমন সুখের ঘর

মাঝে মাঝেই বাড়িয়ে দিও খাবার ভর্তি প্লেট
আমি ভীষণ প্রেফার করি চপ আর কাটলেট
সাথে যদি ঘুগনী জোটে এমন কী আর মন্দ
এছাড়া ভাই আমার ঘরে তোমার প্রবেশ বন্ধ

খাসা একটা লেপের বাড়ি রোজই এখন সানডে
কাজ ছেড়ে তাই মন দিয়েছি হাঁদা ভোঁদার কান্ডে
মগজ যাদের কাগজ ঠাসা, চোখে যাদের চালসে
এসব শুনে জানি তারা বলবে আমায় আলসে
------------
ছবি – সুজাতা চ্যাটার্জী

8 comments:

  1. কেয়া বাত! কেয়া বাত! ভারী মিঠে আর আরামের ছড়া। প্রাণ জুড়িয়ে গেল। আন্তরিকভাবে এক্কেবারে সত্যি বললাম। এই ছড়াটা আপনার কণ্ঠে শুনতে পারলেও ভীষণ খুশি হব।

    ReplyDelete
  2. আরও বলব যে, ছবিটিও ভারী চমৎকার। বিশেষ করে 'খাবার ছাড়া প্রবেশ নিষেধ'। অভিনন্দন সুজাতাদেবীকে।

    ReplyDelete
  3. কবিতা আর ছবি ২টোই দুর্দান্ত হয়েছে

    ReplyDelete
  4. Jemon lekha, temni anka. Duye mile ekebare jome doi. Durdanto hoyechhe.

    ReplyDelete
  5. বাহ্! কী সুন্দর ছড়া!! বহুদিন পরে এত্ত সুন্দর একটা ছড়া পড়লাম। ইলাস্ট্রেশন ও ভারী সুন্দর হয়েছে। দ্বয়িতা ম্যাম ও সুজাতা ম্যাম,দুজনকেই অভিনন্দন ও ধন্যবাদ।

    ReplyDelete
  6. বাহ্! কী সুন্দর ছড়া!! বহুদিন পরে এত্ত সুন্দর একটা ছড়া পড়লাম। ইলাস্ট্রেশন ও ভারী সুন্দর হয়েছে। দ্বয়িতা ম্যাম ও সুজাতা ম্যাম,দুজনকেই অভিনন্দন ও ধন্যবাদ।

    ReplyDelete
  7. আপনাদের সবাইকে আমাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালবাসার আলোতেই তো আলোকিত ম্যাজিক ল্যাম্প।

    ReplyDelete
  8. অনবদ্য!! কথার ভেলায় শুধু নিজের ছোটবেলাতেই ফিরে যাওয়া নয় এমনকি এটা শুনে চার বছরের এক খুদে পাঠিকা ঠিক করেছে এই শীতটা সে এমন বাড়িতেই থাকবে ...

    ReplyDelete