বহুরূপী :: তির্যক

তির্যক

বন্ধুরা দেখো তো এই ‘মিলিপিড’ বা সহস্রপদ প্রাণীটিকে তোমরা চেনো কি না! নিজের মনে তুরতুরিয়ে চলছে দেখো পায়ে নিয়ে কতোগুলো গড়গড়ানি বল। এরা ডায়পোডা গোষ্ঠীর প্রাণী। দুটি করে পা জোড়া থাকে বলে এদের এমন নাম আর এমন মজার চলার ধরণ। মাটিকে ভালো রাখতে এরা খুব সাহায্য করে। তাই চলার পথে দেখতে পেলে অসাবধানে এদের আবার মাড়িয়ে ফেলো না যেন

-----------

No comments:

Post a Comment