খুকুর বাড়ি
সুজাতা চ্যাটার্জী
ভাবছে বসে দুপুর বেলা, ছোট্ট সে এক মেয়ে,
একলা মনে অবাক হয়ে আকাশ পানে চেয়ে,
ছাদটা বাড়ির হতই যদি একটুখানি উঁচু,
আপনা হতেই মেঘগুলো সব লাগত নিচু নিচু্,
ছাদের ঘরের দরজাখানা একটুকু ফাঁক করে,
ইচ্ছে মতন কুলফি বরফ আনত হাতে ধরে।।
ভাবছে আবার ছোট্ট খুকু, পড়তে বসে একা,
ভাল্লাগে না জানলা দিয়ে একই জিনিস দেখা।
থাকত যদি বাড়ির নিচে একটা দুটো চাকা,
বদলে যেত রোজই এমন এক জায়গায় থাকা।
ইচ্ছে মতন ঘুরতে যেত বাড়ি এবং খুকু,
এক জায়গায় থাকত কেবল ইচ্ছে যত টুকু।।
এসব কথা ভাবতে গিয়ে দিনের বেলা শেষ,
আকাশ পানে তাকিয়ে দ্যাখে আঁধার হল বেশ।
শিউরে উঠে ভাবল খুকু নিচু বাড়িই ভালো,
নইলে রাতে নামত ঘরে আকাশ ভরা কালো,
ভাবল আরও, ভাগ্যি বাড়ি যায় না কোথাও চলে,
কেমন করে খুঁজত মা-কে, স্কুলের ছুটি হলে?
দেওয়াল খানা জড়িয়ে ধরে, ফুটিয়ে মুখে আলো,
তাইতো খুকু ভাবছে, “আমার এই বাড়িটাই ভালো”।।
-----------
ছবি – দ্বৈতা হাজরা
Very nice :)
ReplyDeleteযেমন ছন্দ, তেমনি মাত্রা, তেমনই ছড়ার ভাব। আহা! চমৎকার চমৎকার চমৎকার!
ReplyDeleteapurbo hoyechhe, chhotoder bhabna futiye tola gachhe bhalo kore. Khub bhalo legechhe.
ReplyDeleteখুব ভালো লাগল ছড়াটা! ইচ্ছেডানায় ভর করে ফুড়ুৎ করে পালিয়ে গিয়েও আবার ফিরেই এলাম শেষটায়।
ReplyDelete