ছড়া-কবিতা:: বকুল ফুল আর পাখীর কথা - তপশ্রী চক্রবর্ত্তী ভৌমিক

বকুল ফুল আর পাখীর কথা
তপশ্রী চক্রবর্ত্তী ভৌমিক

নাম না জানা কোন সে পাখী ঠিক জানালার পাশে,
খেয়াল খুশীর ভাবনা যে তার হঠাৎ মাথায় আসে
তাকিয়ে দেখি কখন যেন আপন বাসা ছেড়ে
নীল গগনে মেলে ডানা কোথায় গেছে উড়ে
ছোট্ট পাখী ব্যস্ত বড়ই হয়না সময় বসার,
কাজের ফাঁকে একটু অন্য পাখীর সঙ্গে মেশার
সকাল - সন্ধ্যে - দুপুর কাজে হয়না যে তার খাওয়া,
ভীষণ রকম ব্যস্ত, ফলে হয়না যে গান গাওয়া
এমনি করেই দিন কেটে যায় ছোট্ট পাখীর কর্ম চলে,
বকুল শাখার একটি বকুল পাখীর কথা কেবল বলে
ছোট্ট পাখী উড়ে এসে যখন বকুল-শাখায় বসে
একেলা সেই বকুল-কুঁড়ি ঝিলমিলিয়ে ওঠে হেসে
ছোট্ট পাখী উদাস বড়ই নেইকো সময় দেখার,
বসলে পরে দু-দণ্ড তার বিশ্রাম হয় পাখার
আবার তাকে উড়তে হবে সাদা মেঘের ভেলায় চড়ে
নীলাকাশে ভেসে ভেসে দিগন্ত হীন কোন সুদূরে
------------
ছবি - লেখক

No comments:

Post a Comment