গরমা গরম
সপ্তর্ষি চ্যাটার্জী
আজ থেকে আর কয়েক শতক পরে
শহর যখন ডুববে জলের নীচে
মেরুদেশের গলবে বরফ সব
কাপড় জামা একসা হবে ভিজে।
শহর যখন ডুববে জলের নীচে
মেরুদেশের গলবে বরফ সব
কাপড় জামা একসা হবে ভিজে।
মানুষরা সব নৌকা চড়ে বসে
বাজার দোকান অফিস স্কুলে যাবে
কুকুর ছেড়ে পুষবে তিমির ছানা
কিংবা হাঙ্গর ডলফিন পাকড়াবে!
বাজার দোকান অফিস স্কুলে যাবে
কুকুর ছেড়ে পুষবে তিমির ছানা
কিংবা হাঙ্গর ডলফিন পাকড়াবে!
সূর্য আরও করবে প্রখর তাপন
বারোমাসেই গ্রীষ্ম ঋতুর তেজ
চাষ আবাদী মঙ্গলে আর চাঁদে
রকেট চেপে আসবে যত ভেজ!
বারোমাসেই গ্রীষ্ম ঋতুর তেজ
চাষ আবাদী মঙ্গলে আর চাঁদে
রকেট চেপে আসবে যত ভেজ!
নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে
আনব ডেকে এমনতর দিন
বিপদঘণ্টা শুনতে কি পারছনা?
আসছে ধেয়ে গ্লোবাল ওয়ার্মিং!
আনব ডেকে এমনতর দিন
বিপদঘণ্টা শুনতে কি পারছনা?
আসছে ধেয়ে গ্লোবাল ওয়ার্মিং!
----------
ছবি – সুজাতা চ্যাটার্জী
Bah, jugopojogi chhora, khub bhalo. chhobitao jabbor hoyechhe.
ReplyDelete