ছড়া-কবিতা:: বানভাসি পূজা - তাপস মৌলিক


বানভাসি পূজা
তাপস মৌলিক

বিষ্টুর বড় কষ্ট
সৃষ্টিছাড়া এ বৃষ্টিটা দিল ষষ্ঠীটা করে নষ্ট
ইলশেগুঁড়িতে গেল সপ্তমী
মুষলধারায় ভাসে অষ্টমী
দৃষ্টি চলে না বৃষ্টিতে দূরে, চারিদিক অস্পষ্ট

বন্ধুরা ঘর-বন্ধ
সন্ধিপুজোর গন্ধ বাতাসে, সঙ্গে ঢাকের ছন্দ
সন্ধ্যাবেলার অন্ধকারেতে
বন্দী সকলে যে যার ঘরেতে
মন্দের ভালো, রাত্রে খিচুড়ি, ঐতেই যা আনন্দ!

প্যান্ডেল যাওয়া পণ্ড
গণ্ডগ্রামের থিম মণ্ডপ ঝড়েতে লণ্ডভণ্ড
হু হু হাওয়া বয় প্রচণ্ড বেগে
গুরু গুরু বাজ গর্জায় মেঘে
নবমী দশমী ভণ্ডুল জলে, বিধাতার একি দণ্ড!

ঘুমন্ত পাড়া শান্ত
শ্রান্ত ক্লান্ত ঢাকের বাদ্য ভাসানের পরে ক্ষান্ত
সম্বৎসর অপেক্ষান্তে
এই ক’টি দিন দূরদূরান্তে
আনন্দে মাতে আপামর জন, সে আশাও নিষ্ক্রান্ত।
-----------
ছবি - দ্বৈতা গোস্বামী

2 comments:

  1. খুব ভালো লাগল ছড়াটা - বিষয়, ভাবপ্রকাশ তো বটেই, ছন্দটাও খুব সুন্দর! বিষ্টু/কষ্ট, বন্ধু/বন্ধ, প্যান্ডেল/পন্ড... রংমেলান্তি -

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ তনুশ্রী। :-)

      Delete