গুপ্তধন
সৌরভ চাকী
চারিদিকে নামছে
আঁধার
স্কুল, কলেজে
ঝুলছে তালা
রুজি, রুটি
উঠছে শিকেয়
মহামারির এ কী
জ্বালা।
আন্তর্জালে চলছে
জগৎ
ভার্চুয়ালেই
বাঁচার আশা
তারই সাথে
তরতরিয়ে
ছুটছে দেখি বাংলা
ভাষা।
সাহিত্যের এক
গুপ্তধনের
মিলল হদিস
মুঠোফোনে
ম্যাজিক ল্যাম্প
আজ হৃদয় জুড়ে
বাচ্চা, বুড়ো
সবার মনে।
পাতায় পাতায়
চমক কতই
রকমারি গল্প, ছড়া
পঁচিশে দিক
বাঁচার আলো
শুভেচ্ছা তাই
কণ্ঠ ভরা।
----------
ছবি - সম্বুদ্ধ বিশী
ম্যাজিক ল্যাম্প
No comments:
Post a Comment