ছড়া-কবিতা:: জ্ঞানের প্যাঁচ - মানসী পাণ্ডা


জ্ঞানের প্যাঁচ
মানসী পাণ্ডা

বাবলা বনে, একলা মনে, পাগলা জগা বসে,
মাপছে রোদের ঘনত্ব আজ অনেক আঁক কষে;
ভর যদি বা লক্ষ্মীছানা, দাঁড়িয়ে থাকে স্থির -
আয়তনটার মাথায় পোকা, নয়কো মোটেই ধীর,
মিচকে হেসে, পিছলে পালায় পাঁকাল মাছের চেলা
এমন চাপের প্যাঁচে জটার - পড়ে এল বেলা;
এর চে ভাল, রওনা দেওয়া, তরঙ্গ-পথ ধরে -
বুধ, শুক্র, মঙ্গল তো নয়, বৃহস্পতির ঘরে;
আকাশ-গাঙের শেষটা কোথায়, সূর্য দিন বাঁচে
এসব গল্প কথায় কথায়, বলবে জটা যেচে -
বৃহস্পতি, জানি তুমি সব গ্রহদের গুরু,
তোমার কাছে চাইতে কিছু বুক যে দুরু দুরু;
নীল, সবুজে হোক না রঙিন যতই মোদের ধরা -
চাঁদের হিসাব নিলে পরে, তুমিই সবার সেরা;
একটুখানি পৃথিবী তার একটি খানি চাঁদ -
গুঁজতে মাথা কোটির মাঝে, তাই তো পাতি ফাঁদ;
একটি শ্বাস পেলে তবেই নিঃশ্বাসটি ছাড়ি,
বাতাস গলার জায়গা না পায় এমনি হুড়োহুড়ি;
একটি চাঁদ তোমার ধরো, পেতাম যদি দান
বাঁচার বিরাট সুযোগ পাবে মহান এই প্রাণ;
সব যাতনা শুনেও যদি গলে না তার চিত্ত,
ফিরবে জটা বিরস মুখে - হাতগুলি তার রিক্ত
এক রাস্তা ফল না দিলে অন্য উপায় ধর -
সাধন কিছু করতে গেলে মূলমন্ত্র কর,
চাঁদের নাগাল নাই বা পেল ক্ষতিই কিবা তাতে -
অনেক জটিল ধাঁধার হিসাব - পড়ে জটার হাতে;
পাড়ি তাকে দিতেই হবে কৃষ্ণগহ্বরের খোঁজে,
মওকা বুঝে পড়বে চেপে ধূমকেতুটার লেজে;
বিজ্ঞানের এই গোলকধাঁধায় জটার মাথা ভারি,
ইঁটটি মাথায় চাপিয়ে এখন রওনা দিল বাড়ি
----------
ছবি - আন্তর্জাল
ম্যাজিক ল্যাম্প 

No comments:

Post a Comment