ছড়া-কবিতা:: সত্যি বড়ো? - সপ্তর্ষি চ্যাটার্জী


সত্যি বড়ো?
সপ্তর্ষি চ্যাটার্জী

ভুতোর সাথে সেদিন স্কুলে যেই জড়ালাম মারপিটে,
ডান পায়েতে মচকে গেল, বাম চোখেতে কালশিটে,
ওমনি কিনা তলব হল মা-বাবাকে, এমনি দোষ,
সবাই মিলে দু'বন্ধুকে চোখ পাকিয়ে দেখায় রোষ!
মানছি ভীষণ ভুল হয়েছে, লড়াই করা উচিত নয়,
কিন্তু তবে দেশ-বিদেশের মধ্যে কেন যুদ্ধ হয়?
কেউ বা কাকে বন্দি করে, কেউ হানা দেয় সীমান্তে
 কেউ ছুঁড়ে বোম ধুলোয় মেশায় আস্ত শহর দিনান্তে!
রাজায় রাজায় লড়াই করে, অন্যে উলুখাগড়া হয়,
আস্ফালনে, হুমকি দিয়ে, নিত্যি ওরা দেখায় ভয়।
রোজই শুনি এমন খবর, ওদের তো কেউ বকছে না?
যুদ্ধ করা ঠিক না মোটে, বলেও তাদের রুখছে না?
আচ্ছা তবে আমরা বলি, এই যারা সব ছোট্টটি,
করব না আর ঝগড়াঝাঁটি, বলবে না কেউ মারকুটি।
তোমরা যারা মস্ত ‘বড়ো’, এসব দেখে শিখবে তো?
হাত মিলিয়ে বন্ধু হয়ে শান্তি-চিঠি লিখবে তো?
সেদিন তবে কাঁদবে না কেউ, না হয় যেন অন্যথা,
মানব তবে সত্যি করে তোমরা বড়ো, এই কথা।
----------
ছবি - লেখক
ম্যাজিক ল্যাম্প 

No comments:

Post a Comment