ছড়া-কবিতা:: পরম বন্ধু - দেবীস্মিতা দেব


পরম বন্ধু
দেবীস্মিতা দেব

একটা হুলো বেড়াল সেটার মাথায় বেজায় বুদ্ধি
মাড়ায় না কেউ ধারকাছ তার, এহেন চৌহদ্দি।
নিজের মনেই ঘুরে বেড়ায় মনমরা মুখ নিয়ে
ইঁদুরছানার সাথে সেদিন ভাব পাতাল গিয়ে।
বলল গিয়ে, “ও ভাই ইঁদুর, বড়োই লাগে একা
তাই তো তোমার সঙ্গে আমি করতে এলাম দেখা।”

শুনে ইঁদুর চোখদুটো তার পিটপিটিয়ে বলে,
“বেশ করেছ, বন্ধু ছাড়া জীবন কি আর চলে?”
শুনে হুলো লেজ নাড়িয়ে মুখ টিপে খুব হাসে
ভাবে মনে— তোমার মতো বোকাই থাকে পাশে।
এই না ভেবে বলল বেড়াল, “এসো আমার বাড়ি
তোমার মতো বন্ধু ছাড়া থাকতে কি আর পারি?

একই ছাদের তলায় আমরা থাকব গো একসাথে
লজ্জা পেলেও জানি তোমার আপত্তি নেই তাতে।”
বলল ইঁদুর, “তোমার কথায় চাই না মানা করতে
মন তবুও বাদ সাধে ভাই, থাকার অমন শর্তে।”
শুনে হুলো খিঁচিয়ে দাঁত ইঁদুরকে যায় ধরতে
অমনি ভয়ে ইঁদুরছানা পালায় নিজের গর্তে।
----------
ছবি - আন্তর্জাল
ম্যাজিক ল্যাম্প 

No comments:

Post a Comment