ছড়া-কবিতা:: ঘেঁটে ঘ - অর্ণব ভট্টাচার্য্য


ঘেঁটে ঘ
অর্ণব ভট্টাচার্য্য

চরকি নাচন, নিমের পাঁচন, ভেজাল মোষের শুদ্ধ ঘি,
নিধিরাম, দাওয়ায় বসে আচার হাতে করছ কী?
আচার কোথায়? ষ্টিমধু, তাতেয় আবার মিষ্টি দই,
একটু বসে পাঁপড় খাব, আগের মতো বৃষ্টি কই?
বৃষ্টি গেছে ছাতিমতলা, রিকশা চড়ে আপ ট্রেনে,
সুযোগ বুঝে আসবে আবার, লাফিয়ে দেবে ঝাঁপ ড্রেনে
ড্রেনগুলো তাই পড়ছে ঢাকা, সিমেন্ট পুরু কার্পেটে,
হজমিগুলি খুঁজছি যে তাই, সেঁধিয়ে গেছে কার পেটে?
পেট গেছে ভাই প্রসাদ পেতে, খোসাদপুরের হাটবারে,
আঠাশ কিলো নিমকি খেলে, হাঁটতে বলো আর পারে?
হাঁটবে সে তো ভালোই কথা, গাড়ির তেলের দাম বাঁচে,
হারাণখুড়ো আকাশ দেখে, বেলজিয়ামের রং কাচে
বেলজিয়ামে বেল পাওয়া যায়? কিংবা গ্লাসে আমপানা?
হেঁইয়ো চিঠি পড়বে এসো, জলদি খোলো খামখানা
খামের ভিতর সফেদ কাগজ, কী লেখা যে, কে জানে!
একটি কথাই যাচ্ছে জানা, এই ছড়াটার নেই মানে
----------
ছবি - আন্তর্জাল
ম্যাজিক ল্যাম্প 

1 comment: