ছড়া-কবিতা:: পড়ে শীত - সৌমেন দাস


পড়ে শীত

সৌমেন দাস

পড়ে শীত কনকন
হাওয়া ওঠে বনবন
বুড়োদাদু লেপ মুড়ে
কাঁপে শুধু ঠনঠন

চারিদিক জুড়ে
হিমচাদরে মুড়ে
গাঁয়ের মেঠো পথটি বেয়ে
যায় মধুপুরে

জড়োসড়ো বসে
হাতে হাত ঘষে
ভকভকে ধোঁয়া ছেড়ে
হুঁকো খায় কষে

ক্ষণকাল পর-
উঠে তাড়াতাড়ি
লাঠি হাতে কেঁপে কেঁপে
ফিরে চলে বাড়ি
----------
ছবি - আন্তর্জাল
ম্যাজিক ল্যাম্প 

No comments:

Post a Comment