দুটি লিমেরিক
সঞ্জয়
বন্দ্যোপাধ্যায়
১
চাঁদেরিক
মঙ্গলে হেড অফিস, পোস্টিং চাঁদে
নেপচুনে বসে বউ
রাঁধে চুল বাধে
“চাঁদের
চরকাবুড়ি”
নিয়ে গবেষণা করি
প্লুটোতে বদলি হব
কিছুদিন বাদে
২
খানা খাজানা
গিন্নির ফেভারিট
শেষপাতে চিংড়ি
সোনায় সোহাগা যদি
হংসের ডিম দি’
আহ্লাদে আঠকুটি
জুড়ে দেবে
খুনসুটি
ইলিশের কিমা তাতে
সামান্য হিং দি’
----------
প্রক্সি ছড়া
সঞ্জয় বন্দ্যোপাধ্যায়
এক যে ছড়া লক্ষ্মীছাড়া
আজকে দেখি নেপচুনে সে
কাল হয়তো চাঁদে
এক সে ছড়া শচীন-লারা
মাতিয়ে রাখে খেলায়
ডাবল বেণি গোঁফের রেখা
প্রক্সি কেটে পালায়
মুখটি চোরা একটি ছড়া
নিষাদে ধৈবতে
কর্পোরেটে তর্ক হলেই
গায়: মানিকে... হিতে
----------
ছবি - সপ্তর্ষি চ্যাটার্জী
ম্যাজিক ল্যাম্প
No comments:
Post a Comment