ছড়া-কবিতা:: জয়ন্তী - রূপসা ব্যানার্জী


জয়ন্তী
রূপসা ব্যানার্জী

দূর পাহাড়ের ঢাল বেয়ে,
হরিণ-পায়ে যায় ধেয়ে,
পাথর ভেঙে পথ করে নেয়
দুঃসাহসী সেই মেয়ে

গহন বনের গা ঘেঁষে,
ছলাৎ ছলাৎ চলছে সে
কোথায় যাবে নেই জানা তার
কোন সে নতুন দূর দেশে!

সূর্য উঠে রোজ প্রাতে,
সোনা-রোদের গয়নাতে
যত্নে সাজায় সেই মেয়েকে,
কাঁকপরায় দুই হাতে

পশুপাখি বন্ধু তার,
গল্পে কথায় দিন কাবার
স্বচ্ছ শীতল সুস্বাদু জল
প্রাণ ভরে সে দেয় সবার

বক্সা-বনের পথ ধরে,
পৌঁছে যেও তার ঘরে
নামটি যে তার জয়ন্তী, সে
রুক্ষতাকে জয় করে
----------
ফোটো - তাপস মৌলিক
ম্যাজিক ল্যাম্প 

1 comment: