ছড়া-কবিতা:: গল্প শোনো - মৌসুমী চট্টোপাধ্যায় দাস


গল্প শোনো
মৌসুমী চট্টোপাধ্যায় দাস

পাল তুলেছি পাল তুলেছি,
সহজ কথার জাল খুলেছি৷
যাক না ভেসে নৌকা এবার,
সময় এল গড়িয়ে নেবার
ছই-এর নিচে ছলাৎ ছলে,
ভাসছে কথা নদীর জলে,
গাঁথব তাদের গল্প করে
চোখ বুজে আজ এই আসরে৷
শুনবে যারা শুনুক না,
নইলে নিজেই বুনুক না,
সোনার কাঠি রুপোর কাঠি
রাজকন্যার ঘুম,
বদ্যি এল, বদ্যি গেল,
রাজপুরী নিঝ্ঝুম৷
সোনার কাঠি রুপোর কাঠি,
হিরের কাঠি কই?
হিরের কাঠির গল্প জানে
সুয়োরানির সই?
গল্প গড়ায় জলের মতো,
পাড়ায় পাড়ায় দস্যি যত
চুপ করে শোন রূপকথাটা,
সেই পুরোনো দুধের মাঠা৷
এই রসে সব মজবি আয়,
জল মাখা ভাত কাকে খায়৷
ছাইপাঁশ সব চোখ ভোলানো
বন্ধ রেখে, মন দোলানো
কান ভোলানো গল্প শোনো,
না হয় নিজেই কল্প বোনো৷
----------
ছবি - আন্তর্জাল
ম্যাজিক ল্যাম্প 

No comments:

Post a Comment